অজ্ঞাত শিশুর পুরোনো ছবি ব্যবহার করে আর্থিক সহায়তার নামে প্রতারণা

সম্প্রতি,“দয়া করে কেউ এড়িয়ে যাবেন না প্লিজ, আপনার আঙ্গুলের চাপের একটি মাত্র পোষ্ট শেয়ারে মাধ্যমে বেঁচে যেতে পারে একজন দরিদ্র পরিবারে ছোট্ট শিশুটি” শীর্ষক শিরোনামে একটি ছবি ব্যবহার করে মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে,এখানে,এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে,এখানে,  এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আল-আমিন নামে প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ে রোগাক্রান্ত বাংলাদেশী কোন শিশুর নয় বরং ছবিটি বিগত দুই বছর ধরে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।

মূলত, ইন্টারনেট থেকে একটি রোগাক্রান্ত শিশুর ছবি সংগ্রহ করে এর সাথে দেশীয় নাম, ঠিকানা ব্যবহার করে সম্প্রতি একটি বিকাশ নাম্বার ব্যবহার করে সামাজিক মাধ্যমে আর্থিক আবেদন প্রচার করা হচ্ছে। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে আল-আমিন নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোতে উল্লিখিত নাম্বারে (01968601782) একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।

একই বিষয়টি পূর্বেও একাধিক বার মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img