অজ্ঞাত শিশুর পুরোনো ছবি ব্যবহার করে আর্থিক সহায়তার নামে প্রতারণা

সম্প্রতি,“দয়া করে কেউ এড়িয়ে যাবেন না প্লিজ, আপনার আঙ্গুলের চাপের একটি মাত্র পোষ্ট শেয়ারে মাধ্যমে বেঁচে যেতে পারে একজন দরিদ্র পরিবারে ছোট্ট শিশুটি” শীর্ষক শিরোনামে একটি ছবি ব্যবহার করে মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আল-আমিন নামে প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ে রোগাক্রান্ত বাংলাদেশের কোনো শিশুর নয় বরং ছবিটি বিগত দুই বছর ধরে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, ‘Ngengeja wa Eternal‘ নামের একটি ফেসবুক পেজে ২০২০ সালের ০৩ এপ্রিলে ইস্ট আফ্রিকান ভাষায় প্রকাশিত একটি পোস্টে আলোচিত শিশুটির ছবি খুঁজে পাওয়া যায়।

এছাড়া, ‘Musa Kusek‘ ও ‘Zanaka Bealanana Mitambatra’ নামের দুইটি ফেসবুক প্রোফাইলে একই বছরের ২০ আগস্ট এবং ০৪ নভেম্বরে প্রকাশিত পোস্টে একই ছবি খুঁজে পাওয়া যায় যেখানে টার্কিশ ও মালাগাসি ভাষায় শিশুটির আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করতে আহবান করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে একই ছবি ভিন্ন ভিন্ন দাবিতে ফেসবুকে প্রচার হয়ে আসছে।

আলোচিত ছবিতে থাকা বিছানা চাদরের লেখাটিকে গুগল ট্রান্সলেটের সহায়তায় শনাক্ত করে দেখা যায় এটি থাই ভাষা এবং ইংরেজিতে এর অর্থ দাঁড়ায় Male Krabi 2018। পরবর্তীতে গুগল সার্চের মাধ্যমে জানা যায় Krabi থাইল্যান্ডের একটি প্রদেশের নাম।

শিশু

ছবিটির প্রকৃত ঘটনা এবং প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত তথ্য ইন্টারনেটে খুঁজে না পাওয়া গেলেও এই বিষয়টি নিশ্চিত যে এটি বাংলাদেশের রোগাক্রান্ত কোন শিশুর ছবি নয় এবং ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।

মূলত, ইন্টারনেট থেকে এই রোগাক্রান্ত শিশুর ছবি সংগ্রহ করে এর সাথে দেশীয় নাম, ঠিকানা ব্যবহার করে সম্প্রতি ভিন্ন ভিন্ন বিকাশ নাম্বার ব্যবহার করে সামাজিক মাধ্যমে আর্থিক আবেদন প্রচার করা হচ্ছে। অন্যদিকে, আল-আমিন নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোতে উল্লেখিত নাম্বারে (01860975435) একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

অর্থাৎ, আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ইন্টারনেট থেকে সংগৃহীত অজ্ঞাত শিশুর পুরোনো একটি ছবিকে বাংলাদেশের চাঁদপুরের রোগাক্রান্ত শিশু আলআমিন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।

তথ্যসূত্র

  1. Ngengeja wa Eternal Facebook Post: https://www.facebook.com/permalink.php?story_fbid=121737706129912&id=107912594179090
  • Musa Kusek Facebook Post:

  • https://www.facebook.com/musa.kusek.7/posts/302951121012314

  • Zanaka Bealanana Mitambatra Facebook Post:

  • https://www.facebook.com/permalink.php?story_fbid=217266249845459&id=106359937602758

  • Google Lens
    • আরও দেখুন:
    • SCAM

    আরও পড়ুন

    spot_img