বুধবার, সেপ্টেম্বর 27, 2023
spot_img

ভারতীয় শিশু অ্যালভিনাকে বাংলাদেশি শিশু তহমিনা দাবিতে আর্থিক প্রতারণা

সম্প্রতি, “ছোট্ট তহমিনাকে বাচাতে এগিয়ে আসুন। টাকা দিয়ে সাহায্য করতে না পারলে শেয়ার করে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেন যেন বিত্তবান দের নজরে আসে।” শীর্ষক শিরোনামে এক শিশুর কয়েকটি ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

তহমিনা

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবংএখানে,। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তহমিনা নামে প্রচারিত ছবিগুলো কোনো বাংলাদেশি শিশুর নয় বরং এগুলো ভারতের আজহার এবং উমরাজ ফাতিমা দম্পতির ৬ বছর বয়সী কণ্যা শিশু অ্যালভিনা ফাতিমা খানের।  

মূলত, অ্যালভিনা হেমোফ্যাগোসাইটিক লিম্ফো-হিস্টিওসাইটোসিসের (এইচএলএইচ) রোগে আক্রান্ত হয়ে বেঙ্গালোরের “Rainbow Children Hospital” হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ফান্ডরাইজিং এর জন্য Ketto’ এর অফিশিয়াল ফেসবুক পেজ ও টুইটার একাউন্টে প্রতিবেদন থেকে জানা যায় শিশুটির চিকিৎসার জন্য প্রায় ২০-২৫ লাখ রুপি প্রয়োজন ছিল এবং তার চিকিৎসার জন্য যে ফান্ডরাইজিং কার্যক্রম ছিল তা  ২০২১ সালের ২৯ ডিসেম্বরেই শেষ হয়ে গিয়েছিল। 

অন্যদিকে, তহমিনা নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোতে উল্লিখিত বিকাশ ও নগদ  নম্বর 01763387395 এ একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়। পূর্বেও একই ছবিগুলো ব্যবহার করে বাংলাদেশি শিশু দাবিতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে প্রচার করা হয়েছে। তখনও বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img