কাবা ঘরের ভেতর থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীর বের হওয়ার ছবিটি এডিটেড

যা দাবি করা হচ্ছে

সম্প্রতি, “পবিত্র কাবা শরিফ থেকে বের হওয়ার সময় প্রিয় আল্লামা সাঈদী সাহেবের ছবি যারা যারা বাংলার মাটিতে সাঈদী সাহেবকে আবার মুক্ত দেখতে চান তারা শেয়ার করেন।” শীর্ষক শিরোনামে দেলাওয়ার হোসাইন সাঈদী’র কাবা শরীফ থেকে বের হওয়ার সময়কালীন দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি দেলাওয়ার হোসেন সাঈদীর নয় বরং নাইজেরিয়ার রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারী এর কাবা ঘর থেকে বের হওয়ার সময়কালীন একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত/এডিট করে উক্ত ছবিটি সম্পাদন করা হয়েছে।

মূলত, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া কামনায় দেশটির রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারী এবং তার একটি প্রতিনিধি দল মক্কার কাবা শরীফে প্রবেশ করেছিলেন। দোয়া শেষে পবিত্র কাবাঘরের ভেতরের কক্ষ থেকে বেরিয়ে আসার সময়ে ধারণকৃত একটি ছবিকেই প্রযুক্তির সহায়তায় বিকৃত করে এতে দেলাওয়ার হোসাইন সাঈদীর মুখমণ্ডলের ছবি বসিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

Screenshot from The Guardian Nigeria website

পূর্বেও একই ছবি ব্যবহার করে দেলাওয়ার হোসাইন সাঈদীর কাবা ঘরের ভেতর থেকে বের হওয়ার দৃশ্য দাবি করে ফেসবুকে প্রচার করা হয়েছে। তখনও বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

দেলাওয়ার হোসাইন সাঈদীর কাবা ঘরের ভেতর থেকে বের হওয়ার ছবিটি এডিটেড

আরও পড়ুন

spot_img