সিলেটে পতিতালয়ে বেশিরভাগ নারী ধর্মান্তরিত নওমুসলিম শীর্ষক দাবিটি ভুয়া

সম্প্রতি, কয়েকজন নারী-পুরুষ এবং দুইজন পুলিশের ছবি যুক্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, সিলেটে পতিতালয়ে বেশিরভাগ নওমুসলিম নারী।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিলেটে পতিতালয়ে বেশিরভাগ নারী ধর্মান্তরিত নওমুসলিম শীর্ষক দাবিটি বানোয়াট। উক্ত দাবিতে প্রচারিত ছবিটি ২০২১ সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ ব্যক্তির আটকের ঘটনার। যার সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, পূর্বেও প্রায় একই দাবিটি ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় বিষয়কে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img