সম্প্রতি, “হযরত মোহাম্মদ সাঃ এর জামা মোবারক” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবির পোশাকটি মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর নয় বরং এটি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কন্যা হযরত ফাতিমা (রাঃ) এর ব্যবহৃত পোশাক।
মূলত, তুরস্কের মিনিস্ট্রি অব কালচার এন্ড টুরিজম বিভাগের সরকারি ওয়েবসাইটে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদনে তুরস্কের টপকাপি প্যালেস মিউজিয়ামে রাখা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কন্যা হযরত ফাতিমা (রাঃ) এর ব্যবহৃত পোশাকের ছবিটি সাম্প্রতিক সময়ে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জামা মোবারক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
পূর্বেও উপরোক্ত ছবি সহ বেশ কয়েকটি যুদ্ধের পোশাক এবং সরঞ্জামের ছবি মহানবী (সাঃ) এর পোশাক দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিলো। সে সময়ে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।