গত ২৪ ফেব্রুয়ারি পিরিয়ডের সময় নারীদের ৪ টি কাজ করতে বারণ করে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।
ভিডিওতে পিরিয়ডের সময় নারীদের নারিকেল, শসা এবং ঠাণ্ডা পানি না খেতে এবং শ্যাম্পু ব্যবহার না করতে পরামর্শ দেওয়া হয়েছে।

উক্ত দাবিতে টিকটকের পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১৯ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিওতে ৪০ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় ১১ হাজার ২’শ বার এবং মন্তব্য করা হয়েছে ৪৬৮ টি।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নারীদের পিরিয়ডের সময় নারিকেল, শসা ও ঠাণ্ডা পানি খাওয়া যাবে না এবং শ্যাম্পু ব্যবহার করা যাবে না শীর্ষক দাবিগুলো সঠিক নয় বরং কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই বিগত কয়েক বছর ধরেই উক্ত ভিত্তিহীন দাবিগুলো প্রচার হয়ে আসছে।
মূলত, বিগত কয়েক বছর ধরেই নারীদের পিরিয়ডের সময় নারিকেল, শসা ও ঠাণ্ডা পানি খাওয়া যাবে না এবং শ্যাম্পু ব্যবহার করা যাবে না শীর্ষক দাবি প্রচার হয়ে আসছে। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, এসব দাবি সঠিক নয়। গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে রিউমর স্ক্যানার টিমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাছাড়া, বিশ্বের বিভিন্ন প্রান্তের একাধিক স্ত্রীরোগ বিশেষজ্ঞও এসব দাবি একবাক্যে ভিত্তিহীন বলে রায় দিয়েছেন। এছাড়া, বৈজ্ঞানিকভাবেও এসব দাবির কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ২০২৩ সালে ইন্টারনেটে একই দাবিগুলো ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে দাবিগুলোকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।