তেলের পূর্বের নির্ধারিত মূল্যকে বর্তমান সময়ের দাবি করে সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার

যা দাবি করা হচ্ছে

সম্প্রতি, ‘সয়াবিন তেলের বর্তমান মূল্য (প্রতি লিটার) বোতলজাত ১৬০ টাকা, খোলা তেল ১৩৬ টাকা,।” শীর্ষক তথ্য সম্বলিত একটি ডিজিটাল ব্যানার দেশীয় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট‘ এর ভেরিফাইড ফেসবুক পেজ হতে প্রচারিত হয়েছে।

Screenshot from Dhakapost facebook post

পরবর্তীতে, ‘ঢাকা পোস্ট’ এর ফেসবুক পেজ হতে প্রচারিত ঐ ব্যানারটি সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

তেল

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বর্তমানে ‘সয়াবিন তেলের বর্তমান মূল্য (প্রতি লিটার) বোতলজাত ১৬০ টাকা, খোলা তেল ১৩৬ টাকা’ শীর্ষক তথ্যটি সঠিক নয় বরং সয়াবিন তেলের এই মূল্য গত বছরের অক্টোবর মাসে নির্ধারণ করা হয়েছিলো।

মূলত, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বর্তমান নির্ধারিত দাম অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের মূল্য প্রতি লিটার ১৬৮ টাকা এবং খোলা তেলের প্রতি লিটারের মূল্য ১৪৩ টাকা।

অর্থাৎ, বানিজ্য মন্ত্রণালয় কর্তৃক সয়াবিন তেলের গত অক্টোবরে নির্ধারিত মূল্যকে সাম্প্রতিক সময়ের মূল্য দাবি করে অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’ এর ভেরিফাইড ফেসবুক পেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ হতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

উক্ত তথ্যটিকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে পূর্বেও বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সয়াবিন তেলের পূর্বের নির্ধারিত মূল্যকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার

আরও পড়ুন

spot_img