গেল জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বলতে শোনা যাচ্ছে, ‘আর ২৭ নয়, আর ১০ দফা নয়, এবার এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। ৭৫ এর হাতিয়ার, ১৫ আগস্ট আবার ঘটাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’
ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে শীর্ষক কোনো বক্তব্য দেননি বরং তার দীর্ঘ বক্তব্য থেকে একাধিক খণ্ডিত অংশ জুড়ে দিয়ে এটি তৈরি করা হয়েছে।
মূলত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় রাজশাহী জেলা ও মহানগর বিএনপির সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’ শীর্ষক একটি বক্তব্য দেন৷ পরবর্তীতে তার এই বক্তব্যের সমালোচনা করে গত ২১ মে রাজধানীর আগারগাঁওয়ের বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে দেওয়া ওবায়দুল কাদেরের এই বক্তব্য থেকেই ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলাদা আলাদা দুইটি অংশ কেটে নিয়ে ওবায়দুল কাদের ‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’ শীর্ষক বক্তব্য দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও একই ভিডিওটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।