ক্রিকেটার মোসাদ্দেক এর স্ত্রীকে তালাক দেওয়ার তথ্যটি ৪ বছর পুরোনো

যা দাবি করা হচ্ছে

সম্প্রতি, “মায়ের গায়ে হাত তোলায় স্ত্রী’কে সাথে সাথেই তালাক দিয়ে ঘার ধাক্কা দিয়ে বের করে দিল মোসাদ্দেক” শীর্ষক শিরোনামে একটি সংবাদ কিছু ভূইফোঁড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। এবং আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে  এবং এখানে

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ক্রিকেটার মোসাদ্দেক কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং ঘটনাটি প্রায় চার বছর পূর্বের।

মোসাদ্দেক
Screenshot from Jugantor website

মূলত, সাংসারিক বিভিন্ন দ্বন্দ্ব এবং মায়ের গায়ে হাত তোলার অভিযোগ এনে ২০১৮ সালের ১৬ আগস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোসাদ্দেক হোসেন সৈকত তার স্ত্রী সামিয়া শারমিনকে তালাক দেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে দৈনিক যুগান্তরের ২০১৮ সালে প্রকাশিত প্রতিবেদনের লেখাটিকে হুবহু কপি করে সাম্প্রতিক সময়ে কোনো তারিখ উল্লেখ ছাড়াই অপ্রাসঙ্গিকভাবে বেনামী অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে পুনরায় ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

বিষয়টি পূর্বেও বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

খেলোয়াড় মোসাদ্দেকের স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনাটি প্রায় চার বছর পুরোনো

আরও পড়ুন

spot_img