সম্প্রতি, “রাশিয়া এবং কানাডার মধ্যবর্তী আর্কটিক সার্কেল থেকে দেখা এক অপূর্ব দৃশ্য” দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ভারতের ফেসবুক ব্যবহারকারীদের একই দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রাশিয়া এবং কানাডার মধ্যবর্তী আর্কটিক সার্কেল থেকে দেখা এক অপূর্ব দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং এটি CGI পদ্ধতিতে নির্মিত ভিডিও।
মূলত, Aleksey নামে একজন 3D Animation & CGI Artist ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উক্ত এনিমেশন ভিডিওটি ২০২১ সালে নির্মাণ করেছিলেন। Aleksey এর টিকটক এবং ইন্সটাগ্রাম একাউন্টে এই ধরণের একাধিক এনিমেশন ভিডিওর অস্তিত্ব রয়েছে। উক্ত ভিডিওকেই চাঁদ বিলীন হয়ে যাওয়ার বাস্তব ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, একই ভিডিও ২০২১ সালে উত্তর মেরুতে চাঁদ অবস্থানের বাস্তব দৃশ্য দাবিতে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।