সম্প্রতি ‘পাকিস্তানি সেনাবাহিনী যেভাবে মানুষের লুঙ্গি খুলে দেখতো সে হিন্দু না মুসলমান’ শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী হিন্দু নারীদের প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর আচরণ প্রসঙ্গে একটি দাবির সাথে এই ছবিটি প্রচার করা হয়েছে৷
উক্ত দাবিতে প্রচারিত এক্স পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য কর্তৃক কোনো ব্যক্তির লুঙ্গি খুলে সে হিন্দু না মুসলমান তা পরীক্ষা করার দৃশ্য নয় বরং, ছবিটি একজন ভারতীয় সেনা সদস্য কর্তৃক পাকিস্তানি গুপ্তচর সন্দেহে লুঙ্গির ভিতর অস্ত্র তল্লাশি করার দৃশ্য। এছাড়া, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী হিন্দু নারীদের ধর্মীয় পরিচয়ের কারণে সেনাবাহিনী কর্তৃক হেনস্তার কোনো ঘটনা জানা যায়নি।
এ বিষয়টির অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় আলোকচিত্র সাংবাদিক কিশোর পারেখের ১৯৭২ সালে প্রকাশিত বই ‘Bangladesh: A Brutal Birth‘ বইয়ের ২২ নাম্বার পৃষ্ঠায় আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবিটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ভারতীয় সেনারা পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রামের লোকদের তল্লাশি করছিলেন। পাশাপাশি লুঙ্গির ভিতরে অস্ত্র লুকিয়ে রেখেছে কি না তাও তল্লাশি করছিলেন।
উল্লেখ্য, পূর্বেও একই দাবিতে ছবিটি ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় বিষয়টিকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমার স্ক্যানার।