সম্প্রতি, ১৯৩৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কর্ম’ সিনেমার একটি চুম্বনের দৃশ্যের বিষয়ে কিছু তথ্য জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে’র একটি প্রতিবেদনে প্রচার করা হয়েছে।
যে দাবিগুলো প্রচার করা হচ্ছে
ভারতীয় নায়িকা দেবিকা রাণী এবং নায়ক হিমাংশু রায় অভিনীত বলিউডের ‘Karma’ (কর্ম) নামক একটি সিনেমার শেষাংশে হিমাংশু ও দেবিকার একটি চুম্বনের দৃশ্যকে ঘিরে সুনির্দিষ্ট দুইটি দাবি ডয়চে ভেলে’র প্রতিবেদনে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার টিম।
দাবি – ১
বলিউডের প্রথম স্ক্যান্ডাল এটি।
দাবি – ২
চার মিনিট স্থায়ী ছিল এই চুম্বন।
ডয়চে ভেলে’তে প্রচারিত প্রতিবেদন দেখুন এখানে (আর্কাইভ)।
সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে প্রকাশিত এ সংক্রান্ত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কর্ম সিনেমার আলোচিত চুম্বনের দৃশ্যটি বলিউডের প্রথম স্ক্যান্ডাল এবং এটি চার মিনিট স্থায়ী ছিল শীর্ষক দাবিগুলো সঠিক নয় বরং ধারাবাহিকভাবে দুই মিনিটের কম সময়ের উক্ত চুম্বনের দৃশ্যের পূর্বে বলিউডের অন্য সিনেমায়ও চুম্বনের দৃশ্য ছিল।
কি ওয়ার্ড সার্চের মাধ্যমে গত ১৩ জানুয়ারী ব্রিটিশ সংবাদমাধ্যম ‘BBC’ এর ওয়েবসাইটে “Devika Rani: The myths surrounding ‘Bollywood’s longest kiss’” (আর্কাইভ) শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, ১৯৩৩ সালে ‘কর্ম’ সিনেমায় বাস্তব জীবনের দম্পতি দেবিকা রানী ও হিমাংশু রায়ের সেই চুম্বনের দৃশ্য বলিউডের কোনো সিনেমায় প্রথম চুম্বন (lip lock) এবং একইসঙ্গে সব থেকে বেশি সময় ধরে চুম্বনের রেকর্ড হিসেবে লেখা হয়েছে দীর্ঘ সময়। আদতে এর কোনটিই সত্য নয়। সেই সময় সংবাদ মাধ্যমে খবর ছাপা হয়েছিল, কর্ম সিনেমার ওই চুম্বন দৃশ্য ছিল চার মিনিটের। পর্দায় সেই দৃশ্য ভারতে অনেক মিথ বা গল্পের বিষয়বস্তু হয়ে ওঠে।
২০২০ সালে উক্ত সিনেমার আলোচিত চুমুর দৃশ্যটির বিষয়কে কেন্দ্র করে ভারতীয় লেখিকা কিশোয়ার দেশাই (Kishwar Desai) “The Longest Kiss: The Life and Times of Devika Rani” নামে একটি বই প্রকাশ করেন।
ভারতীয় সিনেমা নিয়ে সেরা বই হিসেবে ২০২১ সালে দেশটির প্রেসিডেন্টের কাছ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি বইটি। বইটিতে সেই চুম্বন এবং হিমাংশু ও দেবিকা দম্পতির টালমাটাল জীবনের ঘটনাপ্রবাহ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
কিশোয়ার বিবিসিকে বলেছেন,”সিনেমাটি এমন সময়ে তৈরি করা হয়েছিল, যখন হিমাংশু রায় ও দেবিকা রানির সবেমাত্র বিয়ে হয়েছে, তারা তখন অনেক বেশি ভালোবাসায় আচ্ছন্ন ছিলেন; তাই স্ক্রিনে প্রেমোন্মত্ত সেই চুম্বন অবাক হওয়ার মতো কিছু ছিল না।”
বলিউডের প্রথম স্ক্যান্ডাল নয় এটি
আলোচিত চুম্বনের দৃশ্যটি বলিউডের প্রথম চুম্বনের দৃশ্য (স্ক্যান্ডাল) নয় দাবি করে কিশোয়ার জানান, “ভারত যেহেতু তখন ব্রিটিশদের অধীনে ছিল এবং অনেক সিনেমাই পশ্চিমাদের দর্শক-শ্রোতার জন্য বানানো হয়েছিল, তাই ভারতীয় সিনেমায় তখন সেই দৃশ্য ‘অস্বাভাবিক কিছু ছিল না’। ১৯২০ ও ১৯৩০ এর দশকের শেষ দিকে অনেক সিনেমাতেই চুম্বনের দৃশ্য ছিল।”
এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে ১৯২৯ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সাইলেন্ট সিনেমা ‘A Throw of Dice‘ খুঁজে পাওয়া যায়। ১ ঘন্টা ১৬ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটিতে ১৯:৪৫ মিনিটের সময় শ্বেতা দেবী এবং চারু রায়ের একটি চুম্বনের দৃশ্য ছিল। এই সিনেমাতেও অভিনয় করেছেন হিমাংশু রায়।
অর্থাৎ, ১৯৩৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কর্ম’ সিনেমার চুম্বনের দৃশ্যটি বলিউডের প্রথম স্ক্যান্ডাল নয়। এর চার বছর আগে মুক্তি পাওয়া আরেক বলিউড সিনেমাতেও চুম্বনের দৃশ্য ছিল।
চার মিনিট স্থায়ী ছিল না এই চুম্বন
বিবিসি বলছে, কর্ম’তে চুম্বনের যে দৃশ্যের কথা বলা হচ্ছে, সেটি ছিল সিনেমার একেবারে শেষ দিকে; গোখরার ছোবলে অচেতন রাজপুত্রকে বাঁচাতে মরিয়া রাজকুমারী তাকে চুম্বন খেয়েছেন।
বিবিসিকে কিশোয়ার দেশাই বলেছেন, “সিনেমায় চার মিনিট ধরে চুম্বনের যে গল্প প্রচলিত রয়েছে, তা সত্যি নয়। “শুরুতে কেবল একটি চুম্বন ছিল না, ধারাবাহিক বা একের পর এক চুম্বন ছিল। আর যদি সময় হিসাব করেন, তা দুই মিনিট পার হবে না।”
এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে ‘কর্ম’ সিনেমাটি খুঁজে পাওয়া যায়। ১ ঘন্টা ০৩ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির শেষ দিকে ৫৫ মিনিট সময় থেকে আলোচিত চুম্বনের দৃশ্যটি খুঁজে পাওয়া যায়। ধারাবাহিক এই চুম্বনের দৃশ্য দুই মিনিটেরও কম সময় স্থায়ী ছিল।
অর্থাৎ, ‘কর্ম’ সিনেমার চুম্বনের দৃশ্যটি চার মিনিট নয়, ধারাবাহিকভাবে দুই মিনিটেরও কম সময় স্থায়ী ছিল।
মূলত, ১৯৩৩ সালে দেবিকা রাণী ও হিমাংশু রায় অভিনীত সিনেমা ‘Karma’ (কর্ম) মুক্তি পায়। উক্ত সিনেমায় দেবিকা ও হিমাংশুর একটি চুম্বনের দৃশ্যকে বলিউডের প্রথম স্ক্যান্ডাল এবং চার মিনিট স্থায়ী চুম্বনের দৃশ্য শীর্ষক দাবিতে ডয়চে ভেলের এক প্রতিবেদনে প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়, চুম্বনের দৃশ্যটি বলিউডের প্রথম স্ক্যান্ডাল নয়। এর চার বছর পূর্বে মুক্তি পাওয়া আরেক বলিউড সিনেমা ‘A Throw of Dice’ এও চুম্বনের দৃশ্য ছিল। এছাড়া, উক্ত চুম্বনের দৃশ্য ধারাবাহিকভাবে দুই মিনিটেরও কম সময় স্থায়ী ছিল।
উল্লেখ্য, পূর্বেও এই দাবিটি ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।