শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

সম্প্রতি শায়েখ সৈয়দ মোকাররম বারী অসুস্থ দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা

সম্প্রতি, “আমাদের প্রিয় শায়েখ সৈয়দ মোকাররম বারী হুজুর খুবই অসুস্থ সবাই দোয়া করবেন” শীর্ষক শিরোনামে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে,এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে,এবং এখানে 

এছাড়া  অনুসন্ধানে ২০২১ সালেও একই ছবি ব্যবহার করে প্রচারিত অসুস্থতার পোস্ট খুঁজে পাওয়া যায়।
পোস্টগুলো দেখুন এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় যে, জনাব সৈয়দ মোকাররম বারী বর্তমানে সুস্থ আছেন এবং প্রচারিত ছবিগুলো তার অসুস্থতার বর্তমান ছবি নয় বরং পুরোনো ছবি। 

অনুসন্ধানের মাধ্যমে, জনাব সৈয়দ মোকাররম বারীর অফিশিয়াল ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়। তবে, ওয়েবসাইটটিতে জনাব মোকাররম বারীর অসুস্থতার কোন ধরনের তথ্য খুঁজে পাওয়া যায় নি। 

Screenshot Source:sayedmokarrambari

এছাড়া, সৈয়দ মোকাররম বারীর ওয়েবসাইট থেকে প্রাপ্ত অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম গুলোর কোনটিতেই তাঁর অসুস্থতা সম্পর্কিত কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, ‘Deepti TV‘ নামের একটি ইউটিউব একাউন্ট থেকে গত ০৩ নভেম্বর “মোকাররম বারীর ওয়াজ শুনে হাজার হাজার যুবক ইসলামে পথে” শীর্ষক শিরোনামে একটি ইউটিউবে বক্তব্য দেওয়ার ভিডিও খুজে পাওয়া যায়।


এছাড়া, ‘KM Bangla Waz‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ২০২২ সালের ৪ নভেম্বর প্রকাশিত একটি মাহফিলের  একটি ভিডিও খুঁজে পাওয়া যায় “৪ নভেম্বর মনছুৱাবাদ চট্টগ্রাম সৈয়দ মোকাররম বারীর সেরা ওয়াজ” শিরোনামে একটি মাফিলের ভিডিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, ওয়েবসাইটে থাকা ইমেইল এবং মোবাইল নাম্বারে রিউমর স্ক্যানার টিম যোগাযোগের চেষ্টা করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এ সম্পর্কে প্রদত্ত ই-মেইলেরও কোনো উত্তর পাওয়া যায় নি।

মূলত, ২০২১ সালের ১৮ মার্চ চট্টগ্রামে অসুস্থতা নিয়ে ওয়াদা রক্ষার্থে একটি মাহফিলে উপস্থিত হওয়ার পর আরো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সৈয়দ মোকাররম বারী। সে সময় হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় তোলা কিছু ছবি ব্যবহার করে পরবর্তীতে বিভিন্ন সময়ে তার অসুস্থতা দাবিতে ফেসবুকে প্রচার হয়ে আসছে। একইভাবে সম্প্রতি তার অসুস্থতার দাবির প্রেক্ষিতে মোকাররম বারী ঘনিষ্ঠ সূত্রের বরাতে রিউমর স্ক্যানারকে তার সুস্থতার ব্যাপারে নিশ্চিত করেছেন। তাছাড়া গত ৪ নভেম্বর মনছুরাবাদ চট্টগ্রাম ওয়াজের ভিডিওতেও তাকে বক্তব্য দিতে দেখা যায়।

উল্লেখ্য, সৈয়দ মোকাররম বারী হুজুর অসুস্থ দাবিটি বিগত কয়েক মাস যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়ে আসছে। গত সেপ্টেম্বর ১৪ তারিখে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম। 

সূতরাং, সাম্প্রতিক সময়ে সৈয়দ মোকাররম বারী হুজুরের অসুস্থতার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img