হ্যাকার হামজা বেনদেলাজ ডলার হ্যাক করে আফ্রিকা ও ফিলিস্তিনিদের সহায়তা করেননি এবং এ কারণে তার ফাঁসিও হয়নি 

সম্প্রতি, “ফাঁসির দড়ি গলায় পড়ার পরেও এমন হাঁসি মুখে থাকা পৃথিবীর ইতিহাসে বিরল। এই সেই হামজা বেনদেলাজ, যিনি ২১৭ টি ব্যাংক থেকে ৪০ কোটি ডলার হ্যাক করেন এবং আফ্রিকা ও ফিলিস্তিনে অনাহারে অর্ধাহারে মরে যাওয়ার উপক্রম মানুষদের মাঝে বিলিয়ে দেন। আদালতে তাঁর ফাঁসির রায় হলে অবশেষে হাসি মুখে ফাঁসিতে ঝুলে পড়েন” শীর্ষক শিরোনামে একটি তথ্য ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

হ্যাকার হামজা

ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হ্যাকিংয়ের দায়ে হামজা বেনদেলাজ এর ফাঁসি হয়নি বরং তার ১৫ বছরের জেল হয়েছিলো। 

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বৃটিশ সংবাদমাধ্যম BBC তে ২০১৩ সালের ৭ জানুয়ারিতে ‘Algerian ‘bank hacker’ wanted by FBI held in Thailand’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, “বিলাসবহুল জীবনযাপনের জন্য মার্কিন ব্যাংক থেকে মিলিয়ন ডলার চুরি করার সন্দেহে এফবিআই কর্তৃক অভিযুক্ত আলজেরিয়ান কম্পিউটার হ্যাকার হামজা বেনদেলাজকে ব্যাংককে গ্রেপ্তার করা হয়েছে। থাই পুলিশ হামজা বেনদেলাজকে যখন জিজ্ঞাসা করেছিল যে তিনি এই অর্থ দিয়ে কী করেছেন, তখন হামজা বেনদেলাজ বলেছেন যে তিনি এই অর্থ ভ্রমণ এবং বিলাসবহুল জীবনের জন্য ব্যয় করেছেন, যেমন ফার্স্ট ক্লাস ফ্লাইটে ভ্রমণ, বিলাসবহুল জায়গায় থাকা ইত্যাদি।” 

এছাড়া, থাইল্যান্ডের গণমাধ্যম Bangkok Post সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমেও তার গ্রেফতার এর বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে একই তথ্য পাওয়া যায়। 

মূলত, আলজেরিয়ান হ্যাকার এবং ক্ষতিকর স্পাইআই ম্যালওয়ারের বিকাশকারী হামজা বেনদেলাজকে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি আদালত ১৫ বছরের জেল দেয়। তবে সম্প্রতি হামজা বেনদেলাজ হ্যাকিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিয়ে আফ্রিকা ও ফিলিস্তিনে অনাহারে ও অর্ধাহারে মরে যাওয়ার উপক্রম মানুষদের মাঝে বিলিয়ে দেন শীর্ষক একটি ভিত্তিহীন দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

উল্লেখ্য, পূর্বেও ভিন্ন দুইটি ছবি যুক্ত করে একই দাবিটি ইন্টারনেটে প্রচার করা হলে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

আরও পড়ুন

spot_img