সম্প্রতি, “দেশটা আপনার বাপের সম্পত্তি না, এইটা আমাদের সবার। লুটপাট বন্ধ করেন ভাই, দিন শেষ হইছে। চেয়ারটা সাময়িক ভাই, কিন্তু বদনামটা চিরস্থায়ী। কিছু তো লজ্জা করেন!” শিরোনামে র্যাব সদস্যের বক্তব্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘দেশটা আপনার বাপের সম্পত্তি না, এইটা আমাদের সবার’ শিরোনামে র্যাব সদস্যের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিও প্রতিবেদনটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত এই ভিডিওর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও রিউমর স্ক্যানার টিমের বিশ্লেষণে ভিডিওতে এআই-জনিত অসঙ্গতি লক্ষ্য করা গেছে। যেমন- র্যাব সদস্যের পেছনের মানুষগুলোর অস্বাভাবিক নড়াচড়া।
পাশাপশি ভিডিওটির নিচের ডান কোণে ‘Veo’ নামের একটি জলছাপ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ‘Veo’ গুগলের একটি উন্নত এআই টুল, যা টেক্সট প্রম্পট থেকে ৮ সেকেন্ডের অনুরূপ বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে সক্ষম। এই ভিডিওটির দৈর্ঘ্যও ৮ সেকেন্ড।

পরবর্তীতে, বিষয়টি অধিকতর নিশ্চিতে ভিডিওটি এআই (AI) কন্টেন্ট ডিটেকশন টুল ‘Cantilux’ দিয়ে যাচাই করলে তা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৩ শতাংশ পর্যন্ত বলে জানা যায়।

সুতরাং, ‘দেশটা আপনার বাপের সম্পত্তি না, এইটা আমাদের সবার’ শিরোনামে র্যাব সদস্যের বক্তব্য দাবিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।