যা দাবি করা হচ্ছে
সম্প্রতি, “জুমার নামাজ এর পর কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে রাজপথে হেফাজত!” শীর্ষক শিরোনামে একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে। এবং আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোনো আন্দোলনের নয় বরং এটি ২০২১ সালের ২৬ মার্চ মোদি বিরোধী আন্দোলনে মৃত্যুর ঘটনায় পরদিন ২৭ মার্চে হেফাজত ইসলামের ডাকা হরতাল সমর্থনে ইসলামি আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ চলাকালীন ধারণকৃত পুরোনো ভিডিও।
মূলত, ২০২১ সালের ২৬ মার্চ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের দিন চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় মোদি বিরোধী আন্দোলনে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষে পাঁচ হেফাজত সমর্থকের মৃত্যু হয়েছিলো। পাঁচ কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে পরদিন ২৭ মার্চ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে হেফাজতে ইসলাম। হেফাজতের ডাকা হরতালকে সমর্থন করে ২৭ মার্চ ঢাকায় বিক্ষোভ মিছিল করে ইসলামি আন্দোলন বাংলাদেশ। ঐ বিক্ষোভ চলাকালে ধারণকৃত একটি ভিডিও-ই বর্তমানে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় পুনরায় ফেসবুকে কারাবন্দী আলেমদের মুক্তির জন্যে হেফাজতের মিছিল দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে আলেমদের মুক্তি চেয়ে হেফাজতের কর্মসূচি দাবিতে প্রচার