শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

মক্কায় মিসরীয় অন্ধ ব্যক্তিটি কি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল?

সম্প্রতি, “আল্লাহর রহমত দেখুন অন্ধ ব্যক্তি হজ্ব করতে গিয়ে আল্লাহ পাক তার চোখের আলো ফিরিয়ে দেন।” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে,এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন  এখানে, এখানে,এখানে, এখানে, এবং এখানে

ইউটিউবে  প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন  এখানে, এখানে,এখানে, এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্ধত্ব থেকে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ভিডিওটি ২০১৬ সালের এবং উক্ত ভিডিওতে যে লোকটি অন্ধত্ব থেকে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে বলে দাবি করা হয়েছে প্রকৃতপক্ষে সেই লোকটি পুরোপুরি অন্ধ ছিলেন না।

মূলত, ওমরাহ করতে আসা এক মিশরীয় নাগরিক মক্কায় ইবাদতকালে তার চোখের সমস্যা সেরে ওঠার বিষয়টি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন বলে উচ্ছ্বাস প্রকাশ করার ঘটনাটি কেউ ভিডিও ধারণ করে অন্ধ ব্যক্তির মক্কায় ইবাদতকালে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার দাবিতে প্রচারের পর তা বিভ্রান্তিকর ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

একই দাবিতে গত এপ্রিল মাসে উক্ত ভিডিওটি বিভ্রান্তিকরভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি সে সময়ে আংশিক মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img