বৃহস্পতিবার, মার্চ 28, 2024
spot_img

এশিয়ার মধ্যে বর্তমানে বাংলাদেশের শিক্ষার মান সর্বনিম্ন শীর্ষক দাবিটি মিথ্যা

যা দাবি করা হচ্ছে

সম্প্রতি, “এশিয়ার মধ্যে সর্বনিম্ন শিক্ষার মান; বাংলাদেশের” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

বাংলাদেশ

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এশিয়ার মধ্যে বর্তমানে বাংলাদেশের শিক্ষার মান সর্বনিম্ন নয় বরং সর্বশেষ প্রকাশিত বৈশ্বিক জ্ঞান সূচক তালিকা অনুযায়ী এশিয়ার মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান।

মূলত, ইউএনডিপি কর্তৃক ২০২০ সালে প্রকাশিত বৈশ্বিক জ্ঞান সূচক তালিকায় বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিলো ১১২তম এবং এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন অবস্থানে ছিলো মিয়ানমার (১২৮তম)। তবে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মূলত বাংলাদেশের অবস্থান ছিলো সর্বনিম্ন।

কিন্তু ২০২১ সালে প্রকাশিত তালিকার তথ্য অনুযায়ী, বর্তমানে ১৫৪ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০তম। এছাড়া, সর্বশেষ তালিকা অনুযায়ী দক্ষিন এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ও নেপালকে পেছনে ফেলে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরের অবস্থানে যথাক্রমে পাকিস্তান (১২৩তম), নেপাল (১২৮তম) এবং সর্বশেষ আফগানিস্তান (১৫১তম)।

Data screenshot from GKI Report 2021. Image altered by Rumor Scanner
  • ২০২০ সালের তালিকা অনুযায়ী এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে ছিলো – মায়ানমার (১২৮তম)
  • ২০২০ সালের তালিকা অনুযায়ী দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে ছিলো – বাংলাদেশ (১১২তম)
  • ২০২১ সালের তালিকা অনুযায়ী এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে – আফগানিস্তান (১৫১তম)
  • ২০২১ সালের তালিকা অনুযায়ী দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে – আফগানিস্তান (১৫১তম)
  • ২০২১ সালের তালিকা অনুযায়ী দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে – নেপাল (১২৮তম)
  • ২০২১ সালের তালিকা অনুযায়ী দক্ষিণ এশিয়ায় তৃতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে – পাকিস্তান (১২৩তম)

অর্থাৎ, সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ীও এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন নয় বরং আফগানিস্তানের অবস্থান সর্বনিম্নে।

বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

এশিয়ার মধ্যে বাংলাদেশের শিক্ষার মান সর্বনিম্ন হওয়ার দাবিটি মিথ্যা

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img