অজ্ঞাত শিশুকে বাংলাদেশি রোগাক্রান্ত শিশু তানহা দাবিতে আর্থিক প্রতারণা

যা দাবি করা হচ্ছে

সম্প্রতি, “হৃদয় বান ব্যক্তিরা দয়া করে এগিয়ে আসুন,,, বাচ্চাটির শরিরের প্রায় ৬০% পুড়ে গেছে,,, সার্জারি করতে দুই লক্ষ্য বিশ হাজার টাকার মতো লাগতে পারে বলে ডাক্তার জানিয়েছে,,,, এই বাচ্চাটির পরিবার সবার কাছে দোয়া প্রাথী সবাই দোয়া করবেন আর সবাই ২০,৫০,১০০,৫০০,১০০০/- জাই পারি না কেনো দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।” শীর্ষক শিরোনামে এক শিশুর কয়েকটি ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শিশু

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। এবং আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তানহা নামে প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রোগাক্রান্ত কোনো শিশুর নয় বরং ছবিগুলো বিগত দুই বছর ধরে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।

মূলত, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে শরীরে ব্যান্ডেজ মোড়ানো উক্ত শিশুর ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে বাংলাদেশের রোগাক্রান্ত শিশু তানহা নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

অজ্ঞাত শিশুর পুরোনো ছবি বাংলাদেশি শিশু তানহা দাবিতে আর্থিক প্রতারণা

আরও পড়ুন

spot_img