ভাইরাল ছাত্রী শিক্ষকের বিয়ে দাবিতে ভিন্ন দম্পতির বিয়ের ভিডিও প্রচার

সম্প্রতি, অবশেষে বিয়ে হয়ে গেলো সেই ভাইরাল স্যার আর ছাত্রীর- শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ছাত্রী শিক্ষকের বিয়ে

ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল ছাত্রী শিক্ষকের বিয়ে হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং গত ফেব্রুয়ারিতে বরিশালে বিয়ে হওয়া ভিন্ন এক দম্পতির বিয়ের ভিডিও ব্যবহার করে উক্ত দাবিটি ছড়িয়ে পড়েছে। 

মূলত, গত ফেব্রুয়ারি মাসে রাজধানীর একটি কলেজের ছাত্রী শিক্ষকের ব্যক্তিগত আলাপ ভাইরাল হয়। পরবর্তীতে ভাইরাল হওয়া সেই ছাত্রী শিক্ষকের ‘বিয়ে হয়েছে’ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত ছাত্রী ও শিক্ষকের বিয়ে হয়নি। তাছাড়া, ভাইরাল হওয়া বিয়ের ভিডিওটি গত ১৭ ফেব্রুয়ারি বরিশালে বিয়ে হওয়া ভিন্ন এক দম্পতির।

উল্লেখ্য, পূর্বেও একই দাবিতে একই ভিডিও ও কিছু ছবি ইন্টারনেটে প্রচার করা হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

আরও পড়ুন

spot_img