স্ফটিক করা অভিধানের ছবি সমুদ্রের তলদেশ থেকে তোলা অক্ষত কোরআন দাবিতে প্রচার

যা দাবি করা হচ্ছে

সম্প্রতি, “সমুদ্রের তলদেশ থেকে তোলা অক্ষত অবস্থার কুরআন শরীফ” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি সমুদ্রের তলদেশ থেকে তোলা কোনো অক্ষত কুরআন শরীফের নয় বরং এটি স্ফটিক (Crystallized) করা একটি জার্মান-ইংলিশ অভিধান বই।

মূলত, Catherine নামের একজন শিল্পী স্যান ফ্র‍্যান্সিসকো ভ্রমণে গিয়ে সেখানকার স্থানীয় শিল্পী Alexis Arnold এর বইকে স্ফটিক করার প্রক্রিয়া দেখে বিষয়টির প্রতি আগ্রহী হয়ে উঠেন। পরবর্তীতে, Catherine ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে প্রক্রিয়াটি আয়ত্ব করেন এবং আলোচিত ছবির জার্মান-ইংলিশ অভিধানসহ বেশ কিছু বস্তু Crystallized (স্ফটিক) করেছিলেন।

বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

তলদেশ

 

বিস্তারিত ফ্যাক্টচেক দেখুন এখানে

আরও পড়ুন

spot_img