সম্প্রতি ‘ঢাকা নিউ মার্কেট সংলগ্ন ফরচুন শপিং মলের পাশে এক অসহায় বৃদ্ধ রিকসা চালককে পিটিয়ে আহত করলেন জামায়াত ইসলামী এক স্থানীয় নেতা’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাঞ্জাবি-টুপি পরিহিত এক ব্যক্তি কর্তৃক এক রিকশাওয়ালাকে মারধরের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২১ সালের ভিন্ন স্থানের একটি ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Liton Mahmud নামক একজন সংবাদকর্মীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২১ সালের ০৪ মে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।
ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ঘটনাটি সে সময়কার এবং ঘটনাস্থল রাজধানী ঢাকার বংশাল এলাকার ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলের কার্যালয়ের সামনে।
উক্ত তথ্যের সূত্র ধরে এ বিষয়ে গণমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে ২০২১ সালের ০৪ মে ‘রিকশাচালককে নির্যাতনকারী কে এই প্রভাবশালী ব্যবসায়ী?’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ঘটনাটি বংশাল এলাকায় ঘটে। রিকশাচালককে নির্যাতনকারী ওই ব্যক্তির নাম মো. সুলতান আহমেদ এবং তিনি পেশায় বাইসাইকেল ব্যবসায়ী। তার রাজনৈতিক কোনো পরিচয় না থাকলেও সে বংশাল এলাকায় প্রভাবশালী ব্যক্তিত্ব।
অর্থাৎ, ঘটনাটি ঢাকা নিউ মার্কেট সংলগ্ন ফরচুন শপিং মলের পাশে নয় বরং, বংশাল এলাকার ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলের কার্যালয়ের সামনে ঘটেছে। এবং রিকশাচালককে নির্যাতনকারী ব্যক্তির রাজনৈতিক কোনো পরিচয় না থাকলেও সে বংশাল এলাকায় প্রভাবশালী ব্যক্তিত্ব।
উল্লেখ্য, উল্লেখ্য, পূর্বেও একই ভিডিও ব্যবহার করে একই ধরণের দাবি প্রচার করা হলে সেসময় দাবিটিকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে রিউমর স্ক্যানার টিম একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
সাম্প্রতিক সময়ে রিকশাচালককে মারধরের দৃশ্য দাবিতে ২০২১ সালের ভিডিও প্রচার
তথ্যসূত্র
- Liton Mahmud – Facebook Post
- Dhaka Post – রিকশাচালককে নির্যাতনকারী কে এই প্রভাবশালী ব্যবসায়ী