এটি নতুন নামকরণকৃত বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ছবি নয়

সম্প্রতি, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) নামকরণের অনুমোদন হয়েছে। এ সংক্রান্ত সংবাদে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যাটেলাইটটির ছবি দাবিতে একটি ছবি প্রচার করা হয়েছে।

উক্ত ছবি ব্যবহার করে গণমাধ্যমের সংবাদ দেখুন সময় টিভি (ফেসবুক), দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সমকাল (ফেসবুক), যমুনা টিভি (ফেসবুক), নিউ এজ, একাত্তর টিভি (ফেসবুক), এখন টিভি (ফেসবুক), যুগান্তর, নিউজ২৪ (ফেসবুক), কালবেলা (ইউটিউব), খবরের কাগজ, যায়যায়দিন, বাংলাভিশন, দীপ্ত টিভি, ইনকিলাব, জনকণ্ঠ, সময়ের কণ্ঠস্বর, ডেইলি সান, একুশে টিভি (ফেসবুক), দেশ টিভি (ফেসবুক), দৈনিক বাংলা, প্রতিদিনের বাংলাদেশ, সময়ের আলো, সারাবাংলা, ঢাকা প্রকাশ, ডেইলি অবজারভার, বাংলাদেশ টাইমস, প্রবাস টাইম (ফেসবুক), এশিয়ান টিভি (ফেসবুক), বার্তা২৪

একই দাবিতে ভারতীয় গণমাধ্যমের সংবাদ দেখুন জি নিউজ। 
একই ছবি ব্যবহার করে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুক পেজ এবং এক্স অ্যাকাউন্টের পোস্ট দেখুন যথাক্রমে এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি বঙ্গবন্ধু স্যাটেলাইট এর প্রকৃত ছবি নয় বরং এটি ২০০৫ সালে প্রকাশিত একটি স্যাটেলাইটের ডিজাইনের স্টক ইমেজ সম্পাদনার মাধ্যমে তৈরিকৃত ছবি।

মূলত, ২০১৪ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ওপর একটি প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে একজন সাংবাদিক ইন্টারনেট থেকে একটি স্যাটেলাইট এর ছবি সংগ্রহ করে সেখানে বাংলাদেশের পতাকা সম্পাদনার মাধ্যমে যুক্ত করে। উক্ত ছবিটি প্রতীকী ছবি হিসেবে ব্যবহার হলেও পরবর্তীতে অন্যান্য গণমাধ্যমেও ছবিটি বঙ্গবন্ধু স্যাটেলাইটের ছবি হিসেবে প্রচারিত হওয়ার ফলে একটা সময় এই সম্পাদিত ছবিটিই বঙ্গবন্ধু স্যাটেলাইট এর প্রকৃত ছবি হিসেবে ইন্টারনেটসহ বিভিন্ন মাধ্যমে পরিচিত পায়।

উল্লেখ্য, পূর্বেও একই দাবি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img