শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

বঙ্গবন্ধু স্যাটেলাইটের ছবি দাবিতে ভুল ছবি এডিট করে প্রচার

বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। ২০১৮ সালের ১১ মে কেনেডি স্পেস সেন্টার থেকে বাংলাদেশ ৫৭তম নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবে এটি উৎক্ষেপণ করে। এটি নির্মাণ করেছে ‘থ্যালাস অ্যালেনিয়া’ নামের ফ্রান্সের একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ছবি দাবিতে নানা সময়ে ভিন্ন ভিন্ন ছবি প্রচারিত হয়েছে। সবচেয়ে বেশি যেটি প্রচারিত হয়ে আসছে সেটি হচ্ছে স্যাটেলাইটের দুপাশে বাংলাদেশের পতাকা সম্বলিত একটি ছবি।

গত ৬ মার্চ “আগামী ৭ থেকে ১৪ মার্চ মোট ৮ দিন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম সাময়িক বন্ধ থাকার সম্ভাবনা” শিরোনামে উক্ত ছবিটি বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

বিভিন্ন সময়ে উক্ত ছবিটি বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ছবি হিসেবে প্রতিবেদনে যুক্ত করে সংবাদ প্রকাশ করছে যারা তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ টুডে, বৈশাখী টেলিভিশন, সমকাল(১), সমকাল(২), প্রথমআলো, কালেরকণ্ঠ,মানবকন্ঠ, জনকণ্ঠ, ঢাকা মেইল, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা ট্রিবিউন, আমাদের সময়, প্রতিদিনের সংবাদ, বাংলা ভিশন, ডেইলি স্টার, বাহান্ন নিউজ, জাগোনিউজ(১), চ্যানেল২৪, রিদ্মিক নিউজ, সাম্প্রতিক দেশকাল, ২৪ লাইভ নিউজ পেপার, নিউজ২৪, জুম বাংলা, বিডি২৪লাইভ, দ্য ডেইলি ক্যাম্পাস, বাংলা ইনসাইডার, বার্তা বাজার, সারাবাংলা, নিউজবাংলা২৪, নিউজজি২৪, ইত্তেফাক, ডিবিসি নিউজ, পূর্ব-পশ্চিম, ঢাকা টাইমস২৪, বাংলাট্রিবিউন, যুগান্তর, শেয়ারবিজ, সময়টিভি, জাগোনিউজ(২), বাংলা নিউজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আরটিভি

একই দাবিতে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন; আনন্দবাজার

ইউটিউবে প্রচারিত এমন কিছু সংবাদ দেখুন, যমুনা টিভি, সময় টিভি(২) এবং চ্যানেল২৪

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে
আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ছবি হিসেবে প্রচারিত ছবিটি বঙ্গবন্ধু স্যাটেলাইট এর প্রকৃত ছবি নয় বরং এটি ২০০৫ সালে আপলোড করা একটি স্যাটেলাইটের ডিজাইনের স্টক ইমেজ সম্পাদনা বা এডিট করে তৈরিকৃত ছবি।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ছবি হিসেবে যে ছবিটি ব্যাপকভাবে গণমাধ্যম থেকে শুরু করে সর্বত্র, এমনকি সরকারি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়ে আসছে সেটি হচ্ছে নিচের এই ছবিটি।


তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত এ ছবিটি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আসল ছবি নয়। মূলত বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরির আগে থেকেই এই ছবিটি প্রতীকী ছবি হিসেবে প্রচারিত হয়ে আসছে।

রিভার্স ইমেজ সার্চের  মাধ্যমে স্টক ছবির ওয়েবসাইট ‘istockphoto’ এ ২০০৫ সালের ১১ অক্টোবর “Satellite and earth 7 stock photo” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির বর্ণনায় ফটোগ্রাফার লিখেছেন ‘Satellite orbiting earth’.

Source: iStock

অর্থাৎ ২০১৫ সালে একজন ফটোগ্রাফারের iStock এ আপলোড করা একটি ছবিকে বাংলাদেশের পতাকার আদলে এডিট করে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ছবি হিসেবে প্রচার হয়ে আসছে।

Collage: Rumor Scanner

যে ছবিটি বঙ্গবন্ধু স্যাটেলাইট এর নামে বহুল প্রচারিত হয়ে আসছে সেই ছবিটি ২০১৪ সালে প্রথম প্রচারিত হয়। সেসময় ছবিটি প্রতীকী ছবি হিসেবে প্রচারিত হলেও বর্তমানে সেই প্রতীকী ছবিটিই বঙ্গবন্ধু স্যাটেলাইট এর প্রকৃত ছবি হিসেবে প্রচারিত হয়ে আসছে।

Screenshot: সময়ের কণ্ঠস্বর

অনুসন্ধানে দৈনিক যুগান্তর এর হেড অব অনলাইন Mizanur Rahman Sohel এর একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে তিনি লিখেছেন, “আমার বানানো আইকনিক বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রতিকী ছবিটি এখনও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিলবোর্ড, ব্যানার, ম্যাগাজিন, ক্যালেন্ডার, ওয়েবসাইট, পোস্টার, লিফলেটসহ বিভিন্ন জাগায় প্রদর্শনী হচ্ছে দেখে গর্ব হয়।

আমার এই ছবিটি ই-পাসপোর্টে একদম মাঝের দুই পেজে (৩২-৩৩ নং পেজে) জায়গা পেয়েছে দেখে খুব সম্মানিত বোধ করছি।

আমার বানানো অসংখ্য ছবি বাংলাদেশের গণমাধ্যমগুলো ব্যবহার করলেও এই ছবিটি দেশের সবগুলো প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন মিডিয়ায় সবচেয়ে বেশিবার প্রকাশ হয়েছে। ২০১৮ সালের মে মাসে মহাকাশে ডানা মেলে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। আর আমার কম্পিউটার ফাইল বলছে সর্বশেষ আমি ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি ছবিটি মডিফাই করেছিলাম। Priyo News এর সিনিয়র রিপোর্টার থাকা অবস্থায় ছবিটি আমি ডিজাইন করেছিলাম এবং প্রিয় ডটকমেই প্রথম প্রকাশ হয়েছিল।”

Screenshot: Facebook Post/ Mizanur Rahman Sohel

তার এই পোস্ট থেকেও বঙ্গবন্ধু স্যাটেলাইট এর নামে বহুল প্রচারিত এই ছবিটি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর প্রকৃত ছবি নয় তা জানা যায়। মূলত, তিনি প্রিয়.কমে থাকাকালীন ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট সংক্রান্ত একটি রিপোর্ট করতে গিয়ে সেখানে ইন্টারনেট থেকে একটি স্যাটেলাইটের ছবি সংগ্রহ করে এডিট করার পর প্রতিবেদনে প্রতীকী ছবি হিসেবে ব্যবহার করেছিলেন। যা পরবর্তী সময় হতে বিভিন্ন গণমাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর প্রকৃত ছবি হিসেবে প্রচারিত হয়ে আসছে।

২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারিতে মিজানুর রহমান সোহেল এর করা অপর একটি পোস্টে তার আমার বানানো আইকনিক বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রতিকী ছবিটি”শীর্ষক পোস্টের সত্যতা খুঁজে পাওয়া যায়। যদিও বর্তমানে প্রিয়.কম এর প্রতিবেদনটি উপলব্ধ নেই। তবে বিকল্পভাবে নিশ্চিত হওয়া গেছে যে এই প্রতিবেদনেই সেই ছবিটি ব্যবহার করা হয়েছিল।

Collage: Rumor Scanner

এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘থালেস এলেনিয়া স্পেস বঙ্গবন্ধু স্যাটেলাইট উল্লেখ করে যে ছবিগুলো প্রকাশ  করেছে তার সাথে ঐ ছবির কোনো মিল পাওয়া যায়নি। Thales Alena Space এর প্রকাশিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ডিজাইনের কিছু ছবি দেখে নেয়া যাক। 

 ছবি : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ডিজাইন/Thales Alena Spaces
Screenshot : Thales Alena Space
ছবি : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ডিজাইন/Thales Alena Spaces
ছবি : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ডিজাইন/Thales Alena Spaces
ছবি : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ডিজাইন/Thales Alena Spaces

মূলত, ২০১৪ সালে বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ওপর একটি প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে একজন সাংবাদিক ইন্টারনেট থেকে একটি স্যাটেলাইট এর ছবি সংগ্রহ করে সেখানে বাংলাদেশের পতাকা এডিট করে যুক্ত করে। সেই প্রতিবেদনে উক্ত ছবিটি প্রতীকী ছবি হিসেবে ব্যবহার করা হলেও পরবর্তীতে অন্যান্য গণমাধ্যমেও উক্ত ছবিটি বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ছবি হিসেবে প্রচারিত হওয়ার ফলে একটা সময় এই এডিটেড ছবিটি বঙ্গবন্ধু স্যাটেলাইট এর প্রকৃত ছবি হিসেবে ইন্টারনেটসহ বিভিন্ন মাধ্যমে পরিচিত পায়।

উল্লেখ্য, ২০১৮ সালের ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ স্পেস-এক্স এর ফ্যালকন ৯ এর ৫নং ব্লকে করে মহাকাশে উড্ডয়ন করা হয়।

সুতরাং, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ছবি দাবিতে বহুল প্রচারিত ছবিটি প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর আসল ছবি নয়।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img