ইতালিয়ান মিউজিয়ামে রাখা ব্যাগগুলো সমুদ্রে মারা যাওয়া অভিবাসীদের নয়

সম্প্রতি ‘ইতালি যাওয়ার সময় সমুদ্রে মারা যাওয়া অভিবাসীদের ব্যাগ সংগ্রহ করে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে ইতালিয়ান মিউজিয়ামের ভেতরে রাখা হয়েছে’ শীর্ষক দাবিতে অসংখ্য ব্যাগের ছবি সম্বলিত একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এগুলো ইতালি যাওয়ার সময় সমুদ্রে মারা যাওয়া অভিবাসীদের ব্যবহৃত ব্যাগের ছবি নয় বরং এগুলো অ্যারিজোনা মরুভূমি অতিক্রমকারী অভিবাসীদের ফেলে যাওয়া ব্যাগ দিয়ে তৈরি প্রদশর্নীর ছবি।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে ইউনিভার্সিটি অব মিশিগানের সাহিত্য, বিজ্ঞান এবং শিল্পকলার ওয়েবসাইটের অধিনে থাকা State of Exception” নামের ওয়েবসাইটে এ সংক্রান্ত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot from State of Exception

ওয়েবসাইট থেকে জানা যায়, অ্যারিজোনা মরুভূমি অতিক্রমকারী অভিবাসীদের ফেলে যাওয়া ব্যাগ দিয়ে তৈরি প্রদশর্নীর ছবি এটি।

মূলত, অনথিভুক্ত অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় অ্যারিজোনা মরুভূমিতে ফেলে আসা বস্তু এবং বিভিন্ন জিনিসপত্র মিশিগান বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিদ জেসন ডি লিওন তার গবেষণার অংশ হিসেবে সংগ্রহ করেন। পরবর্তীতে ডি লিওনের সহযোগিতায় ফটোগ্রাফার রিচার্ড বার্নস এবং কিউরেটর আমান্ডা ক্রুগলিয়াকের সংগ্রহ করা প্রায় একশত ব্যাগ এবং বিভিন্ন জিনিসপত্র দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেন।

উল্লেখ্য, পূর্বেও এই বিষয়টি নিয়ে গুজব ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img