যা দাবি করা হচ্ছে
সম্প্রতি “সিংহাসন থেকে+কারাগারে এভাবেই একদিন সকল জালিম গোষ্ঠীর অবসান ঘটবে, ইনশাআল্লাহ ৷” শীর্ষক শিরোনামে মিয়ানমারের ক্ষমতাচ্যুত সরকারপ্রধান অং সান সুচির কারাবন্দী অবস্থার চিত্র দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু ফ্যাক্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অং সান সুচির কারাবন্দী অবস্থার চিত্র দাবিতে প্রচারিত ছবিটি আসল নয় বরং ভিন্ন এক কয়েদীর পুরোনো ছবি সংগ্রহ করে ছবিতে থাকা ব্যক্তির মুখমণ্ডল বিকৃত করে সেখানে সুচি’র চেহারা বসিয়ে ছবিটি তৈরি করা হয়েছে।
একই ছবিটি গতবছরেও ভুয়া শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।