ময়মনসিংহে নৌকাডুবিতে সম্প্রতি ১৭ জন হাফেজার মৃত্যুর তথ্যটি মিথ্যা

সম্প্রতি “ময়মনসিংহে ১৭ জন ছাত্রী কুরআনে হাফেজা হয়ে আনন্দঘন মুহুর্ত কাটানোর জন্য নৌকায় ভ্রমন করতে ছিলো,আসার সময় নৌকা ডুবে সবাই মৃত্যু বরন করেন।” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানেএখানেএখানে এবং এখানেআর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানেএখানে এবং এখানে

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয় বরং ছবিগুলো প্রায় দুই বছর পুরোনো এবং সাম্প্রতিক সময়ে ময়মনসিংহ জেলায় নৌকাডুবিতে ১৭ জন হাফেজা নিহতের কোনো ঘটনা ঘটেনি।

মূলত, ২০২০ সালের ০৫ আগস্টে নেত্রকোনার মদন উপজেলার রাজালিকান্দা হাওরে ট্রলার ডুবে অন্তত ১৭ জন যাত্রীর মৃত্যু ঘটে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় মৃত যাত্রীরা ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের একটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী ছিলো। উক্ত ঘটনায় ধারণকৃত ছবি ব্যবহার করে বর্তমানে ময়মনসিংহে ১৭ জন কোরআনের হাফেজা নৌকাডুবিতে নিহত হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশীয় সংবাদমাধ্যম গুলোতে ময়মনসিংহে নৌকাডুবিতে ১৭ জন হাফেজা নিহত হওয়ার কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

একই বিষয়টি গতবছরেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img