কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনাপ্রবাহে দেশে ইন্টারনেট বন্ধ থাকার বিষয় নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনায় আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর প্রেক্ষিতে পলকের সাথে এক নারীর ‘আপত্তিকর দৃশ্য’ দাবিতে একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। অনেক নেটিজেন রিউমর স্ক্যানারের কাছে ফেসবুকে গত রাত থেকে ভাইরাল ছবিটির সত্যতা জানতে চেয়েছেন।
বিঃদ্রঃ ফ্যাক্টচেকিং নীতিমালা মেনে ছবিটি কিছুটা ঝাপসা করে দেওয়া হয়েছে।
উক্ত ছবি ব্যবহার করে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিতে জুনাইদ আহমেদ পলকের সাথে থাকা নারী তারই স্ত্রী। তবে এই ছবিটি সম্পাদিত। প্রকৃতপক্ষে ২০১২ সালে জনাব পলক তার ফেসবুক পেজে ক্যাপশনে তিনি ও তার স্ত্রী শীর্ষক বাক্য রেখে এ সংক্রান্ত মূল যে ছবিটি পোস্ট করেছিলেন তাতে দুজনকেই পোশাক পরিহিত অবস্থাতেই দেখা গেছে।
এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে সার্চ ইঞ্জিন গুগলে জুনাইদ আহমেদ পলকের অফিশিয়াল ফেসবুক পেজের বরাতে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
গুগলের দেখানো পোস্ট প্রিভিউতেই মূল পোস্টের ক্যাপশনের লেখাটি দৃশ্যমান। লেখা রয়েছে, Me & Bou। এও দেখা যাচ্ছে যে, ছবিটি ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি ফেসবুকে পোস্ট করা হয়।
পরবর্তীতে পলকের ফেসবুক পেজে মূল ছবি সম্বলিত পোস্টটির অস্তিত্ব মেলে। গুগলের প্রিভিউতে ছবিটি ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি পোস্টটি প্রকাশের তথ্য দেখানো হলেও মূল পোস্টে ছবিটি প্রকাশের তারিখ উল্লেখ রয়েছে ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি। (গুগলের টাইমজোনের ভিন্নতাজনিত কারণে ভিন্ন ভিন্ন তারিখ দেখানো হয়েছে)
মূল পোস্টটি বিশ্লেষণ করে ছবিতে পলক এবং তার স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখা যায়নি। দুজনের শরীরে পোশাক থাকা এই ছবিটিকে সম্পাদনার মাধ্যমে পোশাকগুলো সরিয়ে আপত্তিকর বানিয়ে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
মূলত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের সাথে এক নারীর ‘আপত্তিকর দৃশ্য’ দাবিতে একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। তবে রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, ছবিটি আসল নয়। ২০১২ সালে জুনাইদ আহমেদ পলক তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন যে ছবিটি তার এবং তার স্ত্রীর। সম্প্রতি সেই ছবিটিই সম্পাদনা করে ‘আপত্তিকর’ রূপ দিয়ে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
সুতরাং, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে এক নারীর আপত্তিকর দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ছবিটি বিকৃত বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Zunaid Ahmed Palak: Facebook Post
- Rumor Scanner’s own analysis