ফেসবুক ডাউনের ঘটনায় ব্যবহারকারীদের ‘চিল’ করতে বলেননি মার্ক জাকারবার্গ 

গত ৫ মার্চ রাতে মেটার মালিকানাধীন ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করতে পারছিলেন না ব্যবহারকারীরা। এই ঘটনার প্রেক্ষিতে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ তাঁর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ব্যবহারকারীদের উদ্দেশ্যে “Chill guys. Wait few minutes everything will be solved. (শান্ত থাকুন। কয়েক মিনিট অপেক্ষা করুন সবকিছু সমাধান হয়ে যাবে।)” শীর্ষক পোস্ট করেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। 

চিল

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন ইত্তেফাক, যায়যায়দিন, চ্যানেল আই, ডিবিসি নিউজ, বাংলাভিশন, একাত্তর টিভি, নিউজ২৪, দেশ রূপান্তর, চ্যানেল২৪, ভোরের কাগজ, ইনডিপেনডেন্ট টিভি, কালবেলা, সমকাল, ইনকিলাব, নয়া দিগন্ত, প্রতিদিনের বাংলাদেশ, বাংলা নিউজ২৪, এসএ টিভি, আমাদের সময়.কম, জাগোনিউজ২৪, ঢাকা মেইল, ডেইলি ক্যাম্পাস, নয়া শতাব্দী, বিবার্তা২৪, বাংলাদেশ টাইমস, সাম্প্রতিক দেশকাল, ঢাকা টাইমস, খবরের কাগজ, বায়ান্ন টিভি, জুম বাংলা, আজকালের খবর, আলোকিত বাংলাদেশ, একুশে সংবাদ, আজকের দর্পণ, এমটিনিউজ২৪, বার্তা২৪, ডেল্টা টাইমস, আই নিউজ, দৈনিক করতোয়া, প্রবাস টাইম, সময়ের কণ্ঠস্বর, দৈনিক শিক্ষা, মত ও পথ, খবর সংযোগ, সুখবর, জনবাণী (ফেসবুক), একুশে পত্রিকা

এছাড়া, আরটিভি উক্ত দাবিতে প্রতিবেদন প্রকাশ করলেও পরবর্তীতে অপসারণ করায় অপসারণ পূর্ববর্তী প্রতিবেদনের আর্কাইভ কপি পাওয়া যায়নি। 

যমুনা টিভির ফেসবুক পেজে এই দাবিতে একটি ফটোকার্ড প্রকাশ করে পরবর্তীতে অপসারণ করে নেওয়া হয়। 

একই দাবিতে ওপার বাংলার গণমাধ্যম আজতাক একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

মার্ক জাকারবার্গ এই পোস্ট মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে করেছেন বলে দাবি করা হয় দেশীয় মূলধারার সংবাদমাধ্যম প্রথম আলো’র প্রতিবেদনে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং  এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মেটার মালিকানাধীন ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীদের প্রবেশ করতে না পারার ঘটনায় মার্ক জাকারবার্গ ব্যবহারকারীদের ‘চিল’ করতে বলে কোনো এক্স পোস্ট করেননি বরং তার নামে তৈরি একটি নকল (প্যারোডি) অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টের সূত্রে এই ভুয়া তথ্যটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

দাবিকৃত সংবাদগুলোর সূত্রে মার্ক জাকারবার্গ নামের আলোচ্য এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যায়। গতকাল বাংলাদেশ সময় রাত ৯টা ৩৯ মিনিটে এই এক্স অ্যাকাউন্ট থেকে আলোচ্য পোস্টটি করা হয়। 

Screenshot: X.

উক্ত অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে দেখা যায়, অ্যাকাউন্টটিতে মার্ক জাকারবার্গের নামের পাশে এবং অ্যাকাউন্টের বায়োতে ইংরেজিতে ‘Parody’ শব্দ লেখা রয়েছে।

Screenshot: X.

ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী, প্যারোডি বলতে এমন এক ধরনের শিল্পকে বোঝায়, যেখানে কোনো বিখ্যাত ব্যক্তি বা বস্তুকে মজার ও ব্যঙ্গাত্মক ভাবে নকল করা হয়। 

এক্সের হেল্প সেন্টারে প্যারোডি অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়। হেল্প সেন্টারের তথ্য মতে, এক্স-এ মানুষ প্যারোডি, ধারাভাষ্য, এবং ফ্যান অ্যাকাউন্ট খুলতে পারবে, কিন্তু তাদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে যাতে অ্যাকাউন্টগুলো বিভ্রান্তি সৃষ্টি না করে। অ্যাকাউন্টের নাম এবং বায়োতে “প্যারোডি,” “ফেক,” “ফ্যান,” এমন শব্দ অন্তর্ভুক্ত করে স্পষ্ট করতে হবে যে এসকল অ্যাকাউন্ট মূল ব্যক্তি বা ব্র্যান্ডের সাথে সংশ্লিষ্ট নয়। 

Screenshot: X Help Center. 

পরবর্তীতে, এক্স-এ মার্ক জাকারবার্গ ছাড়াও আরও অনেক বিখ্যাত ব্যক্তির নামে খোলা প্যারোডি অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। প্ল্যাটফর্মটিতে এক্স-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ইলন মাস্ক, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের মতো প্রভাবশালী ব্যক্তিত্বের নামেও প্যারোডি অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে ইলন মাস্কের নামে সবচেয়ে বেশি সংখ্যক প্যারোডি অ্যাকাউন্ট দেখা যায়। মার্ক জাকারবার্গের আলোচ্য প্যারোডি অ্যাকাউন্টটি বাদেও আরও একটি ভেরিফাইড প্যারোডি অ্যাকাউন্ট রয়েছে।

এছাড়া মার্ক জাকারবার্গের আসল এক্স অ্যাকাউন্টে গতকাল রাতে কোনো পোস্ট করা হয়নি। তিনি গত বছরের ৬ জুলাই এই প্ল্যাটফর্মে সর্বশেষ পোস্ট করেছিলেন। জাকারবার্গের ১১ বছর পর করা সেই পোস্ট ব্যাপক মিডিয়া কভারেজ লাভ করেছিল। তার আগের পোস্টটি ছিল ২০১২ সালের জানুয়ারিতে।

অর্থাৎ, আলোচ্য পোস্টটি মার্ক জাকারবার্গের নয় বরং তার নামে খোলা একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছিল।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি রাত নয়টার পর থেকে বিশ্বব্যাপী মেটার মালিকানাধীন কয়েকটি প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করতে পারছিলেন না ব্যবহারকারীরা। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো স্বাভাবিক হয়। মেটার যোগাযোগ বিভাগের প্রধান অ্যান্ডি স্টোন এক্স পোস্টের মাধ্যমে জানান ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে এই সমস্যা হয়েছিল। তবে এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট করেননি মার্ক জাকারবার্গ। তাঁর ফেসবুক, ইন্সটাগ্রাম, থ্রেডস অ্যাকাউন্টগুলো ঘুরেও এই বিষয়ে কোনো পোস্ট পাওয়া যায়নি।

তাছাড়া প্যারোডি অ্যাকাউন্টের পোস্টকে আসল ভেবে গণমাধ্যমে সংবাদ প্রচার এবারই প্রথম নয়। এর আগে এক্স-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ইলন মার্স্কের প্যারোডি অ্যাকাউন্টের পোস্টের সূত্রে গণমাধ্যমে দাবি করা হচ্ছিল ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে গাজাকে সমর্থন জানিয়ে ইলন মাস্কের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করা হয়েছে। সেসময় এই বিষয়টি মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার টিম।

মূলত, গতকাল ৫ ফেব্রুয়ারি রাতে বিশ্বব্যাপী মেটার মালিকানাধীন ফেসবুকসহ কয়েকটি প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করতে পারছিলেন না ব্যবহারকারীরা। এই ঘটনায় ব্যবহারকারীদের ‘চিল’ করতে বলে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করেছেন দাবিতে একটি তথ্য গণমাধ্যমের বরাতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচ্য পোস্টটি মার্ক জাকারবার্গের নামে তৈরি একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে করা হয়েছিল। মার্ক জাকারবার্গ তার এক্স বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে এমন কোনো বার্তা প্রদান করেননি।

সুতরাং, মেটার মালিকানাধীন কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীদের প্রবেশ করতে না পারার ঘটনায় মার্ক জাকারবার্গ তার এক্স অ্যাকাউন্টে ফেসবুক ব্যবহারকারীদের ‘চিল’ করতে বলেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img