টাইমস স্কয়ারে বিরাট কোহলির প্রতিকৃতি স্থাপিত হয়নি, এটি সিজিআই দিয়ে তৈরি ভিডিও

সম্প্রতি ভারতের ক্রিকেটার বিরাট কোহলির একটি প্রতিকৃতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে উন্মোচন করা হয়েছে দাবিতে কতিপয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, ম্যাট্রেস কোম্পানি ডুরোফ্লেক্সের দূত হিসেবে কাজ করছেন কোহলি। সেই কোম্পানিই বানিয়েছে ভারতীয় ব্যাটারের এই প্রতিকৃতি৷

টাইমস স্কয়ারে

উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড৷ 

একই দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজসহ ফেসবুকের অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিরাট কোহলির প্রতিকৃতি স্থাপিত হয়নি বরং সিজিআই দিয়ে তৈরি ভিডিওকে আসল দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ম্যাট্রেস কোম্পানি ডুরোফ্লেক্সের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এ সংক্রান্ত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়৷ গত ২৩ জুন প্রকাশিত এই ভিডিওর ক্যাপশনে সিজিআই (CGI) হ্যাশট্যাগ দেওয়া হয়েছে। কম্পিউটার জেনারেটেড ইমাজেরি বা সিজিআই হচ্ছে একধরনের কম্পিউটার টেকনোলজি যার মাধ্যমে কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করে কৃত্রিম কোনো দৃশ্য তৈরি করা হয়। 

Screenshot collage: Rumor Scanner 

এক্সের এই পোস্টে অন্তত দুইটি কমেন্ট নজরে এসেছে আমাদের, যেখানে দুই ব্যক্তি জানাচ্ছেন যে তারা সম্প্রতি টাইমস স্কয়ারে গিয়েছেন, তবে এমন কোনো প্রতিকৃতি দেখেননি। 

একই ভিডিও ডুরোফ্লেক্স তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজেও পোস্ট করেছে। সেখানেও সিজিআই এবং এর সাথে ‘সিজিআই এনিমেশন’ এই দুই হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। 

ওপেন সোর্স অনুসন্ধানে গত ২৪ জুন বাংলাদেশ সময় সকালে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ এইচ সিদ্দিকীর টাইমস স্কয়ার থেকে ধারণকৃত একটি ফেসবুক লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। ১৫ মিনিটের বেশি সময় ধরে চলা এই লাইভ ফুটেজটি পর্যবেক্ষণ করে কোহলির কোনো প্রতিকৃতি সেখানে দেখা যায়নি। 

তাছাড়া, আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি৷ 

মূলত, ভারতের ম্যাট্রেস কোম্পানি ডুরোফ্লেক্সের দূত হিসেবে কাজ করছেন দেশটির ক্রিকেটার বিরাট কোহলি। সেই কোম্পানিই সিজিআই পদ্ধতি ব্যবহার করে টাইমস স্কয়ারকে কেন্দ্র করে কোহলির একটি প্রতিকৃতি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। সেটিকেই বাস্তব প্রতিকৃতি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

সুতরাং, সিজিআই পদ্ধতিতে তৈরি কোহলির একটি প্রতিকৃতিকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।  

তথ্যসূত্র

  • Duroflex: X Video 
  • Rumor Scanner’s own analysis 
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img