ছবিটি আসল অ্যালবিনো বাদুড়ের নয় বরং এটি উলের তৈরি খেলনা

Albino Bat – অ্যালবিনো বাদূড়” শীর্ষক শিরোনামে একটি সাদা রঙ এর বাদুড়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার হয়ে আসছে।

অ্যালবিনো বাদুড়

অ্যালবিনো বাদুড়

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অ্যালবিনো ব্যাট দাবিতে প্রচারিত ছবির বাদুরটি আসল নয় বরং এটি একজন শিল্পীর দ্বারা নির্মিত খেলনা বাদুড়।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ‘Anna Yastanna’ নামের একটি ইন্সটাগ্রাম আইডিতে ২০১৯ সালের অক্টোবর মাসে প্রকাশিত আলোচিত খেলনা বাদুড়টির একাধিক ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। ইন্সটগ্রামের পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

অ্যালবিনো বাদুড়
ইন্সটগ্রামের পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

মূলত, Anna Yastanna একজন সাইবেরিয়ান শিল্পী। তিনি হস্তনির্মিত উলের খেলনা তৈরি করেন এবং খেলনাগুলো অনলাইন ক্রয়বিক্রয় ভিত্তিক মার্কেটপ্লেস Etsy তে বিক্রি করেন।

অ্যালবিনো বাদুড়

এছাড়াও, ২০২০ সালের ৮ আগস্টে Anna Yastanna তার একটি খেলনা বাদুড় তৈরির প্রক্রিয়ার ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন।

অ্যালবিনো বাদুড়

একই বিষয়ে AFP সহ ততোধিক আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং সংস্থা ছবিটিকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রসঙ্গত, ইন্টারনেটে বিভ্রান্তিকর শিরোনামে প্রচারিত ছবিগুলো নিয়ে Yastanna, বার্তা সংস্থা AFP কে জানায় তিনি এই খেলনা দুই বছর পূর্বে তৈরি করেছিলেন এবং এটা তার একজন ক্রেতার অর্ডার ছিলো।”

অর্থাৎ, উলের তৈরি খেলনা অ্যালবিনো বাদুড়ের ছবিকে আসল অ্যালবিনো বাদুড় দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেগুলোতে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: Albino Bat – অ্যালবিনো বাদূড়
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Anna Yastanna Instagram: Post 1, Post 2, Post 3, Post 4
  2. Anna Yastanna Instagram Account: https://www.instagram.com/yast.anna/
  3. Etsy Online Shop: https://www.etsy.com/hk-en/listing/839132006/felted-white-little-batalbino-bat-plush?show_sold_out_detail=1&ref=nla_listing_details
  4. Anna Yastanna Facebook: https://www.facebook.com/yastanna/videos/1622556554586739/

আরও পড়ুন

spot_img