ঢাকার রাজপথে শিবিরের মিছিল দাবিতে পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, ঢাকার রাজপথে লাঠি নিয়ে নেমে গেছে শিবির,খেলা শুরু শিবির মানেই আঘুন শীর্ষক শিরোনামে উক্ত সরাসরি সম্প্রচারিত ভিডিওটি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে,এখানে,এবং এখানে। ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক সময়ে ঢাকার রাজপথে লাঠি নিয়ে নেমে গেছে শিবির,খেলা শুরু শিবির মানেই আঘুন নয় বরং ভিডিওটি ২০১৮ সাল কিংবা তার আগের কোনো সময়কার চট্টগ্রাম শহরে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত একটি কালো পতাকা মিছিলের।

মূলত, ২০১৮ সাল কিংবা তার পূর্বের কোনো সময়কালে চট্টগ্রাম শহরে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে অনুষ্ঠিত কালো পতাকা মিছিলের ভিডিওটিকে সাম্প্রতিক সময়ে “ঢাকার রাজপথে লাঠি নিয়ে নেমে গেছে শিবির,খেলা শুরু শিবির মানেই আগুন” দাবিতে ভুয়া ভিডিও পুনরায় ফেসবুকে প্রচার করা হচ্ছে।

সুতরাং, ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত কয়েক বছর পূর্বের মিছিলের একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে ঢাকার রাজপথে লাঠি নিয়ে নেমে গেছে শিবির দাবিতে নতুন করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

পূর্বেও একই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছিলো। সে সময়গুলোতে বিষয়টিকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

আরও পড়ুন

spot_img