বিদেশে বিক্ষোভের ভিডিওটি মামুনুল হকের মুক্তির দাবির নয়

সম্প্রতি,”আল্লামা মামুনুল হক কে গ্রেফতারের প্রতিবাদে লন্ডনের ইসলাম প্রিয় তাওহিদি জনতার বিক্ষোভ” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে।

ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

যে ভিডিওটিকে মামুনুল হক গ্রেফতারের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ দাবি করে প্রচার করা হচ্ছে, সেটি মূলত ২০১৩ সালে লন্ডনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শেখ হাসিনা সরকার বিরোধী বিক্ষোভ মিছিলের ভিডিও এর একটি খণ্ডিত অংশ।

টিম রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, উক্ত ভিডিওটি ‘MinarMedia’ নামক একটি ইউটিউব চ্যানেলে ’18 Party Alliance Protest Rally in London – হাসিনার রক্ষা নাই’ শিরোনামে ২০১৩ সালের ১২ ও ১৮ই মার্চে আপলোড করেছিলো।

মূলত, সেই ভিডিওটির কিছু অংশ কেটে মামুনুল হক কে গ্রেফতারের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ মিছিল শিরোনামে প্রচার করা হচ্ছে।

সুতরাং, “মামুনুল হক কে গ্রেফতারের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ মিছিল” শীর্ষক শিরোনামে প্রচারিত তথ্য ও ভিডিওটি গুজব ও বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: মামুনুল হক কে গ্রেফতারের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ মিছিল
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img