সম্প্রতি, মসজিদে বয়ান করছে যুবতী শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
যা দাবি করা হচ্ছে
ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি মসজিদে জুব্বা ও টুপি পরা এক মেয়ে সদৃশ এক ব্যক্তি বয়ান করছেন।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ধরলা টিভি-Dhorla TV নামের ফেসবুক পেজ থেকে প্রকাশিত এই ভিডিওটি এই প্রতিবেদন প্রকাশ অবধি প্রায় ২৬ লক্ষ বার দেখা হয়েছে এবং ৮ হাজার ৫ শত বার শেয়ার করা হয়েছে। এছাড়াতে ভিডিওতে ৪৯ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মসজিদে খুতবা পরিবেশন করা ব্যক্তি যুবতী বা নারী নন বরং তিনি ট্রান্সজেন্ডার বা রুপান্তরিত নারী (পুরুষ থেকে নারীতে রুপান্তর)।
এ বিষয়ে অনুসন্ধানে Ayan Sial নামক একটি টিকটক অ্যাকাউন্টে গত ২৩ মার্চ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের সাদৃশ্য পাওয়া যায়।
উক্ত ভিডিওতে মসজিদের অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। তবে, ক্যাপশনে Urwa Khan Official নামক একটি টিকটক অ্যাকাউন্টকে মেনশন দিয়ে অভিবাদন জানানো হয়।
পরবর্তীতে Urwa Khan Official নামক টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করে ২০২১ সালের ২১ জুলাইয়ে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
এই ভিডিও থেকে উরওয়া খানের ট্রান্সজেন্ডার (রুপান্তরিত নারী) হওয়ার তথ্য জানা যায় এবং তিনি ট্রান্সজেন্ডার কমিউনিটিকে ঈদের শুভেচ্ছা জানান।
এছাড়া, উরওয়া খানের টিকটক অ্যাকাউন্টের ভিডিও গুলো পর্যবেক্ষণ করে দেখা যায় তিনি একজন পাকিস্তানি নৃত্যশিল্পী।
উরওয়া খানের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও তার ট্রান্সজেন্ডার হওয়ার সত্যতা পাওয়া যায়।
মূলত, গত ২৩ মার্চ Ayan Sial নামক একটি টিকটক অ্যাকাউন্টে পাকিস্তানি ট্রান্সজেন্ডার (রুপান্তরিত নারী) নৃত্যশিল্পী উরওয়া খানের মসজিদে বয়ান দেওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়। সম্প্রতি, উক্ত ব্যক্তিকে যুবতী বা নারী দাবি করে মসজিদে পর্দা ব্যতীত যুবতীর বয়ান দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, পাকিস্তানি যুবতী মসজিদে খুতবা দিয়েছেন দাবিতে ইন্টারনেটে ট্রান্সজেন্ডার বা রুপান্তরিত নারীর ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Ayan Sial – Tiktok Video
- Urwa Khan Official – Tiktok Video
- Urwa Khan Official – Instagram Account