এটি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে বিভিন্ন দেশের সৈনিকদের ফিলিস্তিনে যাওয়ার দৃশ্য নয় 

গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসের নিকটে ইসরায়েলের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের একজন সিনিয়র কমান্ডার ও ছয় কর্মকর্তা নিহত হলে এই হামলার প্রতিবাদে গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে কয়েকশ ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। এরই প্রেক্ষিতে “এগুলো কোনো নৌকা বাইচ না এগুলো হল ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে বিভিন্ন দেশের সৈনিকরা আসছে ফিলিস্তিনে” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

যুদ্ধ

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি আলোচিত ভিডিওটি প্রায় ৫ লক্ষ ৮২ হাজার বার দেখা হয়েছে এবং ৫৭ হাজার ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এছাড়া ভিডিওটি ৭ হাজার ৪ শতবার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এটি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে বিভিন্ন দেশের সৈনিকদের ফিলিস্তিনে যাওয়ার দৃশ্য নয় বরং ভিডিওটি মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার ভিডিও।

ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে hiu.petarung08 নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৩ সালের ২১ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Instagram

উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর প্রথম অংশের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে মূল ঘটনার বিষয়ে কিছু জানা যায়নি।

তবে উক্ত ভিডিওর মন্তব্য ঘরে amirsofi নামক একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী জানান, “আমি একজন মালয়েশিয়ান। ভিডিওটি মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের। এটি ফিলিস্তিনের পক্ষে সমর্থন দেওয়ার প্রদর্শনী মাত্র।”

এছাড়া, মালয়েশিয়ান ভিত্তিক সংবাদ মাধ্যম Sinar Harian এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৪ অক্টোবর “Solidariti Palestin” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

Screenshot: Sinar Harian

অর্থাৎ, এটি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে বিভিন্ন দেশের সৈনিকদের ফিলিস্তিনে যাওয়ার দৃশ্য নয়।

মূলত, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার জবাবে ১৩ এপ্রিল ইরান নিজেদের ভূখন্ড থেকে সরাসরি ইসরায়েলে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালায়। এই ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে বিভিন্ন দেশের সৈনিকদের ফিলিস্তিনে যাওয়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের অক্টোবর মাসে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে ফিলিস্তিনের পক্ষে সমর্থন দেওয়ার জন্য আয়োজিত প্রদর্শনীর দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, ভিন্ন ঘটনার ভিডিওকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে বিভিন্ন দেশের সৈনিকদের ফিলিস্তিনে যাওয়ার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img