ভারতে শেখ হাসিনার ভাষণের দাবিতে পুরোনো ভিডিও প্রচার

গত ০৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগে সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে, সম্প্রতি শেখ হাসিনা ভারত থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ভিডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ২০০১ সালে এ রকম তাণ্ডব বিএনপি-জামায়াত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় ২১ হাজার নেতাকর্মী হত্যা করে। কত মানুষ গুলি খেয়ে, তাদের ঘর-বাড়ি, হাত-পা কেটে দেওয়া, চোখ তুলে নেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার ২০১৩ সালে অগ্নি সন্ত্রাস। ১৩, ১৪, ১৫ আগুন জ্বালানো। বাসের ভেতরে মানুষ, সেখানেও আগুন জ্বালানো…

টিকটকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি  ভিডিওটি দেখা হয়েছে ৪৫ হাজার বার। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এটি ভারত থেকে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণের ভিডিও নয় বরং গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আহত ব্যক্তিদের হাসপাতালে দেখতে গিয়ে দেওয়া বক্তব্যের ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে বেসরকারি ইলেক্ট্রনিক গণমাধ্যম মাই টিভির ইউটিউব চ্যানেলে গত ২৭ জুলাই “এরকম তাণ্ডব বিএনপি-জামায়াত চালিয়েছিল – প্রধানমন্ত্রী” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে ভারত থেকে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণের ভিডিও এবং অডিওর সাদৃশ্য পাওয়া যায়।

Screenshot Comparison: Rumor Scanner

ভিডিওতে শেখ হাসিনার পেছনের দেওয়ালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন এর লোগো লক্ষ্য করা যায়। পাশাপাশি ভিডিওটির ১ মিনিট ৩৫ সেকেন্ড থেকে শেখ হাসিনার, “২০০১ সালে এ রকম তাণ্ডব বিএনপি-জামায়াত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় ২১ হাজার নেতাকর্মী হত্যা করে। কত মানুষ গুলি খেয়ে, তাদের ঘর-বাড়ি, হাত-পা কেটে দেওয়া, চোখ তুলে নেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার ২০১৩ সালে অগ্নি সন্ত্রাস। ১৩, ১৪, ১৫ আগুন জ্বালানো। বাসের ভেতরে মানুষ, সেখানেও আগুন জ্বালানো…” শীর্ষক বক্তব্য পাওয়া যায়, যা ভারতে বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওতেও রয়েছে।

জাতীয় দৈনিক ডেইলি স্টারের ওয়েবসাইটে গত ২৭ জুলাই প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে আহত হওয়া ব্যক্তিদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) গিয়ে এসব কথা বলেন।

রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, ভারতে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত শেখ হাসিনা প্রকাশ্যে এসে কোনো বক্তব্য দেননি। 

সুতরাং, ভারত থেকে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিও সম্পাদিত বা বিকৃত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img