তারেক রহমানকে নিয়ে সারজিস আলমের মন্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ‘তারেক রহমানের দেশে এসে লাভ নেই’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত কথিত এই ভিডিওতে সারজিস আলমকে বলতে শোনা যায়, তারেক জিয়া এই আন্দোলনে ছাত্রদল নেতাকর্মীদের প্রবেশ করার জন্য আহ্বান জানিয়েছেন। আব্দুল্লাহ আল পিন্টু এখানে টাকা দিচ্ছেন। এখানে আসিফ নজরুল আছেন, ফরহাদ মাজহার আছেন। তারা বিভিন্ন ধরনের সংঘর্ষের দিকে ছাত্রদেরকে ফেলে দিচ্ছেন এবং আন্দোলনে মেয়েদেরকে ব্যবহার করা হচ্ছে। যারা শহিদুল্লাহ হলে আক্রমণ করেছে, যারা বিজয় একাত্তর হলে আক্রমণ করেছে যারা বঙ্গবন্ধু হলে আক্রমণ করেছে তারা কেউ মেয়ে নয় তারা সবাই শিবির-ছাত্রদলের ক্যাডার। আন্দোলনটা এখন শিবির-ছাত্রদলের সাথে ছাত্রলীগের আদর্শিক লড়াই হিসেবে দাড়িয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অব্দি এখন পর্যন্ত ভাইরাল আলোচিত ভিডিওটি ৫ লক্ষ ৬৬ হাজারবার দেখা হয়েছে এবং ৯ হাজার রিয়েকশন দেওয়া হয়েছে। এছাড়া, ৪ হাজার ৭ শতবার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সারজিস আলম তারেক রহমানকে নিয়ে এমন কোনো মন্তব্য করেনন বরং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত। প্রকৃতপক্ষে, ভিন্ন ঘটনার অডিও সারজিস আলমের ভিডিওতে যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

ভিডিও যাচাই

অনুসন্ধানে সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্টে গত ৬ আগস্ট প্রকাশিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner 

উক্ত লাইভ ভিডিওতে সারজিস আলম তার আসল ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করেন এবং তার নামে তৈরি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে সাধারণ মানুষসহ গণমাধ্যম কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া উক্ত ভিডিওতে তিনি সরকার পতনের পর সংগঠিত সহিংসতা ও সংখ্যালঘুদের উপর হামলার দাবিতে কথা বলেন। তবে উক্ত ভিডিওতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কোন মন্তব্য করেননি।

অডিও যাচাই

অনুসন্ধানে নাগরিক টিভির ফেসবুক পেজে গত ১৫ জুলাই প্রকাশিত একটি ভিডিওতে আলোচিত ভিডিওর অডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত কথাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলছিলেন।

সুতরাং, সারজিস আলমের ভিডিওতে ভিন্ন অডিও যুক্ত করে তিনি তারেক রহমানকে নিয়ে মন্তব্য করেছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img