কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীর (কামরুল হাসান চৌধুরী) স্ত্রী মানজিয়া ফিমুর সন্তান জন্মদান পরবর্তী সময়ের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি মানজিয়া ফিমুর সন্তান জন্মদান পরবর্তী সময়ের দৃশ্যের নয় বরং, অনলাইন উদ্যোক্তা সুমাইয়া আহমেদ নুপুরের সন্তান জন্মদান পরবর্তী সময়ের ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়া, মানজিয়া ফিমু সন্তানও জন্ম দেননি।
এ বিষয়ে অনুসন্ধানে Beauty Glamour Nupur নামক একটি ফেসবুক পেজে গতকাল (২ অক্টোবর) প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে মানজিয়া ফিমুর সন্তান জন্মদান পরবর্তী সময়ের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।
Beauty Glamour Nupur নামক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটি অনলাইন উদ্যোক্তা সুমাইয়া আহমেদ নুপুরের পেজ। উক্ত পোস্টে তিনি জানান, এটি উনার বাচ্চা।
একই ফেসবুক পেজে আরেকটি ভিডিও প্রকাশ করে সুমাইয়া আহমেদ নুপুর জানান, ফেসবুক, টিকটক কোথাও ঢুকে শান্তি পাচ্ছিনা। আপনারা আমার ভিডিও ব্যবহার করে আমার বাচ্চার ভিডিও ব্যবহার করে আরেকজনের বাচ্চা বানায় দিচ্ছেন। বলতেছি যে আমি মানজিয়া না। কিছু ফেসবুকে পেজ ভাইরাল হওয়ার জন্য আমার ভিডিও টিকটকে ব্যবহার করছে। একটা মানুষ অসুস্থ, এই অবস্থায় আপনারা আরেকটা ভুয়া নিউজ ছড়াচ্ছেন। এটা কোন ভাবেই ঠিক নয়। আর আমি বলতে বলতে ক্লান্ত আমি মানজিয়া না।
এছাড়া এ বিষয়ে আর এস ফাহিম চৌধুরীর বোন কাশফিয়া চৌধুরীর একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। তিনি বলেন, “ফেইক নিউজ ছড়ানো বন্ধ করুন। মানজিয়া অতিরিক্ত জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, এর বাইরে আর কিছু নয়। অনুগ্রহ করে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন। দোয়া করুন আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থতা দান করেন। যদি অন্য কোনো সংবাদ থাকে, আমরা সবাইকে জানাব। দয়া করে ভুল তথ্য ছড়াবেন না।”
পরবর্তীতে উক্ত বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে মানজিয়া ফিমুর স্বামী আর এস ফাহিম চৌধুরীর (কামরুল হাসান চৌধুরী) সাথে যোগাযোগ করা হয়।
আরএস ফাহিম রিউমর স্ক্যানারকে জানান, তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা, এখনও সন্তানের জন্ম দেননি। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চারদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন।
ভাইরাল ভিডিওর বিষয়ে ফাহিম জানান, “ভাইরাল ভিডিওর নারীর চেহারা অনেকটা আমার স্ত্রীর মতো হওয়ায় তাকে আমার স্ত্রী বানিয়ে প্রচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা বিব্রত।”
সুতরাং, অনলাইন উদ্যোক্তা সুমাইয়া আহমেদ নুপুরের সন্তান জন্মদান পরবর্তী সময়ের ভিডিওকে কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীর (কামরুল হাসান চৌধুরী) স্ত্রী মানজিয়া ফিমুর সন্তান হওয়ার ভিডিও দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Beauty Glamour Nupur – Facebook Video
- Beauty Glamour Nupur – Facebook Video