মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবিগঞ্জে আওয়ামী লীগের মিছিল দাবিতে পুরোনো ভিডিও প্রচার

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গত ০৮ আগস্ট  হবিগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

শেখ হাসিনা

এই দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ০৮ আগস্ট হবিগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের দাবিতে প্রচারিত ভিডিওটি সেদিনের নয় বরং, ভিডিওটি গত ০৩ আগস্টের ভিন্ন ঘটনার।

অনুসন্ধানে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মিছিলের ব্যানারে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন এর পক্ষ থেকে উল্লেখ করা হয়, ‘বিএনপি ও জামাত শিবিরের সন্ত্রাসী দ্বারা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নি সংযোগ ও হবিগঞ্জ সদর আসনের এমপি’র বাসা, সরকারি স্থাপনা ও সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের শাস্তি ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘Dinrat News।দিনরাত নিউজ’ নামের ফেসবুক পেজে গত ০৩ আগস্ট ‘হবিগঞ্জে লাঠি হাতে রাস্তায় আওয়ামী লীগ নেতাকর্মী’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

এছাড়া, স্থানীয় সাংবাদিক ‘সুশীল চন্দ্র দাস’ এর ফেসবুক অ্যাকাউন্টে ০৩ আগস্ট উক্ত ব্যানারে ‘হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের মিছিল….’ শীর্ষক শিরোনামে একই বিক্ষোভ মিছিলের আরেকটি ভিডিও পাওয়া যায়। এছাড়া, ‘Habiganj News’ নামের একটি ফেসবুক পেজে গত ০৩ আগস্ট ‘হ‌বিগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয় আগুনে পুড়া‌নোর প্রতিবা‌দে হ‌বিগঞ্জ জেলা  আওয়ামী লীগের প্রতিবাদ সভা ও মি‌ছিল ক‌রে জেলা আওয়ামী লীগে’ শীর্ষক ক্যাপশনে একই মিছিলের আরও একটি ভিডিও পাওয়া যায়। 

উল্লেখ্য, প্রথম আলো গত ০২ আগস্ট ‘হবিগঞ্জে পুলিশ-ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, আ.লীগের কার্যালয়ে আগুন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ০২ আগস্ট হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় বেলা সাড়ে তিনটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ–ছাত্রলীগের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে স্থানীয় সংসদ সদস্যের বাড়ি ভাঙচুর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে। 

তবে ০৫ আগস্টের পর আর আওয়ামী লীগ নেতাকর্মীদের হবিগঞ্জ শহরে দেখা যায়নি বলে গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে।

উল্লেখ্য, গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গত ০৮ আগস্ট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ।

সুতরাং, গত ০৩ আগস্টের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ভিডিওকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ০৮ আগস্ট হবিগঞ্জে আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img