বিএনপি’র বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ওপর হামলার পুরোনো ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার

সম্প্রতি, বিএনপি’র বহিষ্কৃত নেতা ও  সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের ওপর বর্বরোচিত হামলা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

মেজর (অব.) আখতারুজ্জামানের

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি’র বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের ওপর হামলার ঘটনার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে তার ওপর হামলার ঘটনাকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে।

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে probasnews24.com নামক ফেসবুক পেজে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

পরবর্তীতে উক্ত ভিডিওর সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি’র ওয়েবসাইটে ২০১৮ সালের ২৫ ডিসেম্বরে প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান সেদিন সাদা পোশাকের পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। উক্ত হামলার ঘটনায় তিনিসহ ১৫ জন আহত হয়েছেন অন্তত।

এছাড়া, অনুসন্ধানে মেজর (অব.) আখতারুজ্জামানের উপর সম্প্রতি হামলা হওয়ার কোনো তথ্য দেশিয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, মেজর (অব.) আখতারুজ্জামান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।

মূলত, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। সেসময় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জেলার কটিয়াদী উপজেলার বীর নোয়াকান্দি গ্রামে উঠান বৈঠক করার সময় সাদা পোশাকের পুলিশ সদস্য কর্তৃক তিনি হামলার শিকার হওয়ার অভিযোগ করেন।। তার আহত হওয়ার তথ্য ও ভিডিও সেসময় দেশিয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। সম্প্রতি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের ওপর কোনো হামলার ঘটনা না ঘটলেও তার ওপর বর্বরোচিত হামলা হয়েছে দাবিতে সেই পুরোনো ভিডিও আবার নতুন করে ফেসবুকে প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে বিএনপি।

সুতরাং, ২০১৮ সালে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের ওপর হামলার ঘটনার ভিডিওকে সম্প্রতি তার ওপর বর্বরোচিত হামলা হওয়ার দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img