ফিলিস্তিনি যোদ্ধার শেষ কথার ভিডিও দাবিতে ইরাকী শর্ট ফিল্মের ভিডিও প্রচার

সম্প্রতি, যুদ্ধে শহীদ হওয়ার পূর্বে ফিলিস্তিনি যোদ্ধার শেষ কথা দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফিলিস্তিনি যোদ্ধার

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)।

একই দাবিতে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচারিত কিছু পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, যুদ্ধে শহীদ হওয়ার পূর্বে ফিলিস্তিনি যোদ্ধার শেষ কথা দাবিতে প্রচারিত ভিডিও সত্য নয়। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ডায়ালিং নামের একটি ইরাকী শর্ট ফিল্মের অংশবিশেষ। 

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে بهاء الكاظمي নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১৫ আগস্ট dailing – فيلم جاري الاتصال – اخراج بهاء الكاظمي  শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম ইংরেজিতে অনুবাদ করলে এর অর্থ হয় Dailing – Connecting Movie – directed by Bahaa Al-Kazemi.

Screenshot: Youtube

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওটির ১০ সেকেন্ড থেকে ৪০ সেকেন্ড এবং ১৪ মিনিট ১৮ সেকেন্ড থেকে ১৪ মিনিট ৫৪ সেকেন্ডের অংশটুকুর সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

Video Comparison by Rumor Scanner 

পরবর্তীতে ভিডিওটির বিস্তারিত বিবরণী ইংরেজি ভাষায় অনুবাদের মাধ্যমে জানা যায়, শর্ট ফিল্মটি মূলত একজন মায়ের সন্তান হারানোর গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যার সন্তান ইরাকী সেনাবাহিনীর হয়ে সন্ত্রাসী সংগঠন আইএসআইএসের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন। এছাড়াও জানা যায়, শর্ট ফিল্মটি বাহা আল-কাজেমী নামের একজন পরিচালনা করেছেন এবং তার নির্মিত এই ফিল্মটি ২০১৫ সালে দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শন করা হয়েছে। 

Screenshot: Youtube

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যম Dubai International Film Festival এর ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ২৪ নভেম্বর DIFF 2015 – Dialing শীর্ষক শিরোনামে Dialing ফিল্মটির একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Youtube

অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি একটি ইরাকী শর্ট ফিল্মের কিছু অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কাট করে তা জোড়া দিয়ে তৈরি করা হয়েছে।

মূলত, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলে আকস্মিক এবং নজিরবিহীন মিসাইল হামলা চালায় হামাস। এরপর থেকেই ক্রমাগত দেশ দুটির মধ্যকার চলমান সংকট আরও ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করে। যা বর্তমানে যুদ্ধে রূপ লাভ করেছে। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি যুদ্ধে শহীদ হওয়ার পূর্বে ফিলিস্তিনি যোদ্ধার শেষ কথা দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত Dialing নামের একটি ইরাকী শর্ট ফিল্মের কিছু অংশ কাট করে তৈরি করা হয়েছে। এছাড়াও শর্ট ফিল্মটি ইরাকের সেনাবাহিনী এবং সন্ত্রাসী সংগঠন আইএসআইএসের মধ্যে চলমান সংকটকে ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর সাথে ইসরায়েল কিংবা ফিলিস্তিনের কোনো সম্পর্ক নেই।

সুতরাং, ইরাকের একটি শর্ট ফিল্মের অংশকে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে শহীদ হওয়ার পূর্বে ফিলিস্তিনি যোদ্ধার শেষ কথার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img