দরগার সামনে সান্থাকুডু অনুষ্ঠানের ভিডিওকে মসজিদের গেইটে হিন্দুদের কীর্তনের দাবিতে প্রচার

সম্প্রতি ভারতে মসজিদের গেইটের সামনে হিন্দুদের কীর্তন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

হিন্দুদের কীর্তনের

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি এখন পর্যন্ত আলোচিত দাবির সবচেয়ে ভাইরাল ভিডিওটি সাড়ে ৪ লক্ষ বার দেখা হয়েছে এবং প্রায় তিন হাজার প্রতিক্রিয়া জানানো হয়েছে। এছাড়া, ভিডিওটি ৪৬ হাজার বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি মসজিদের সামনে হিন্দুদের কীর্তনের নয় বরং এটি একটি দরগার সামনে সান্থাকুডু নামক অনুষ্ঠানের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় kottaipattinam_tn55 নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২০ আগস্ট তারিখে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner

ভিডিওর বিস্তারিত বিবরণীতে সান্থাকুডু নামক অনুষ্ঠান শুরু হওয়ার কথা বলা হয়।

সান্থানকুডু হচ্ছে, হযরত সুলতান সৈয়দ ইব্রাহিম শহীদ বধুশা ওলিউল্লাহর বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দরগায় অনুষ্ঠিত একটি আয়োজন। 

জায়গাটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, এটি ভারতের তামিল নাডু রাজ্যের কোট্টাইপাট্টিনাম গ্রামের রাউথার আপা দরগাহ এর ভিডিও।

ভারতের তামিল নাডু রাজ্যের কোট্টাইপাট্টিনাম গ্রামের রাউথার আপা দরগায় সান্থানকুডু অনুষ্ঠানের এমন আরও কিছু ভিডিও দেখুন এখানে, এখানে। 

সুতরাং, ভারতের তামিল নাডুর কোট্টাইপাট্টিনাম দরগাতে সান্থাকুডু নামক অনুষ্ঠান পালনের ভিডিওকে মসজিদের গেইটের সামনে হিন্দুদের কীর্তনের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img