কাজাখ ভাষার এই ভিডিওটি শেখ হাসিনাকে নয়

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে, শেখ হাসিনাকে নিয়ে আরবী সংবাদ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে শেখ হাসিনাকে নিয়ে সংবাদ পাঠের দাবিটি সঠিক নয় বরং, ভিডিওটি সম্পাদনার মাধ্যমে তাতে শেখ হাসিনার ছবি যুুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে হয়েছে। এছাড়া, ভিডিওটিতে সংবাদ উপস্থাপকের ভাষা আরবী নয়, কাজাখ।

অনসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে, ‘ИНФОРМБЮРО’ নামে একটি লোগো দেখতে পাওয়া যায়। এর সূত্রে ২০১৭ সালের ২৮ আগস্ট কাজাখ সংবাদ ও বিনোদনধর্মী টেলিভিশন চ্যানেল ‘31 Канал’ ইউটিউব চ্যানেলে ‘Ведущий новостей “Информбюро” говорит скороговорки на казахском языке’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। শিরোনামটি বাংলা অনুবাদ করলে দাড়ায়, ইনফর্মব্যুরোর (Информбюро) সংবাদ উপস্থাপক কাজাখ ভাষায় টাং/জিহ্বা টুইস্টার করছেন। এই ভিডিওটি’র প্রথম ১৮ সেকেন্ড সময়ের দৃশ্যে শেখ হাসিনার ছবি যুক্ত করে প্রচার করা হয়েছে। 

Comparison: Rumor Scanner

সুতরাং, কাজাখ ভাষায় সংবাদ উপস্থাপনার ভিডিওকে শেখ হাসিনাকে নিয়ে আরবী সংবাদ দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img