সম্প্রতি, তাহলে কি আসলেই সুইসাইড করতে গেছিলো তানজিন তিশা- শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা সুইসাইড করে হাসপাতালে ও তাকে দেখতে গিয়েছে অভিনেতা মুশফিক আর ফারহান শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয় বরং এটি এই দুই তারকার ‘কোথায় খুঁজি তারে’ নামক নাটকে অভিনয়ের দৃশ্য।
আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা হাসপাতালের বেডে কান্নারত অবস্থায় বসে আছেন। তার হাত ধরে কথা বলছেন অভিনেতা মুশফিক আর ফারহান।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে Sultan Entertainment নামক একটি ইউটিউব চ্যানেলে গত ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত তানজিন তিশা ও মুশফিক আর ফারহানের অভিনীত “Kothay Khuji Take” নামক একটি নাটক খুঁজে পাওয়া যায়।
উক্ত নাটকের ৫৫ মিনিট ৫৪ সেকেন্ডের এই ভিডিওটি পর্যবেক্ষণ করে, ৩৯ মিনিটে প্রদর্শিত একটি মুহূর্তের দৃশ্যের সাথে আলোচিত দৃশ্যটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
এছাড়া, গত ১৯ ফেব্রুয়ারি Sadekul islam নামের ফেসবুক পেজ থেকে প্রকাশিত একই নাটকের ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতেও একই দৃশ্য খুঁজে পাওয়া যায়।
উল্লেখ্য, ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৪ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সুলতান এন্টারটেইনমেন্ট ‘কোথায় খুঁজি তারে’ নাটকটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে। মাহমুদ মাহিনের রচনা ও পরিচালনায় তৈরি হওয়া এই নাটকটিতে অভিনয় করেন অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেতা মুসফিক আর ফারহান।
মূলত, গত ১৫ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে গুঞ্জন উঠে আরেক অভিনেতা মুশফিক আর ফারহানের সাথে সম্পর্কের টানাপোড়েনে ‘আত্মহত্যার’ চেষ্টা করেছিলেন তিনি। তবে তানজিন তিশা এসব গুঞ্জন উড়িয়ে দেন। এরই মধ্যে ‘হাসপাতাল তানজিন তিশার সাথে কথা বলছেন মুশফিক আর ফারহান’ এমন একটি দৃশ্য ‘তাহলে কি আসলেই সুইসাইড করতে গেছিলো তানজিন তিশা’- শীর্ষক ক্যাপশনে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওতে প্রচারিত দৃশ্যটি বাস্তব কোনো ঘটনার নয়। এটি ‘কোথায় খুঁজি তারে’ নামক একটি নাটকের দৃশ্য।
সুতরাং, তানজিন তিশার নাটকের অভিনয়ের দৃশ্যকে সম্প্রতি তার আত্মহত্যা চেষ্টা পরবর্তী হাসপাতালে ভর্তিরত অবস্থার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Sultana Entertainment- Kothay Khuji Take (Natok)
- Rumor Scanner’s Own Analysis