সম্প্রতি, রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গলা থেকে চেইন ছিনতাইয়ের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভারতের জয়পুরে এক বাড়িতে ছিনতাইয়ের ঘটনাকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘அங்குசம்’ নামক এক্স অ্যাকাউন্টে গত ০৫ আগস্টে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।

তামিল ভাষায় থাকা ভিডিওটির ক্যাপশনে ঘটনাস্থল কিংবা স্থানের বিষয়ে বিস্তারিত উল্লেখ না থাকলেও আলোচ্য অ্যাকাউন্টটির বায়ো সেকশন থেকে জানা যায়, এটি ভারত থেকে পরিচালিত।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম ‘ABP News’ এর ওয়েবসাইটে গত ২৪ জুলাইয়ে আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ভারতের জয়পুরে আদর্শ নগর সেঠি কলোনিতে ঘটা ঘটনার দৃশ্য। এক দুষ্কৃতকারী দিনের বেলায় বৃদ্ধা মহিলার ঘরে ঢুকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালায়। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং এলাকাবাসী তাদের নিরাপত্তা জোরদারের জন্য আবেদন করেছে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, ভারতে গলার চেইন ছিনতাইয়ের ঘটনাকে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।