তুরস্কের ভূমিকম্পের সাম্প্রতিক দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার

তুরস্কে গত ০৬ ফেব্রুয়ারি ভূমিকম্পকালীন সময়ে এক দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত দৃশ্য‘ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

Screenshot from Facebook

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

Screenshot from CrowdTangle

এছাড়া একই ভিডিওকে তুরস্কের ভূমিকম্পের ভিডিও দাবিতে ভারতীয় গণমাধ্যম News 18 Bangla (আর্কাইভ) এর ফেসবুক পেজে সংবাদ প্রচারিত হয়।

Screenshot source: Facebook 

একই দাবিতে টিকটকের একটি ভিডিও দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে।

Screenshot source: Tiktok

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দোকানে ভূমিকম্পের সময়কালীন দৃশ্যের প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০২০ সালের ৩০ অক্টোবর তুরস্কের ভূমিকম্পের ভিডিও।  

গত ০৬ ফেব্রুয়ারি দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় বিধ্বংসী এক ভূমিকম্পে অসংখ্য  মানুষের মৃত্যুর খবর আসে গণমাধ্যমে। সেদিন ভোররাতে গাজিয়ানটেপের কাছে ৭.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

স্থানীয় সময় প্রায় বেলা দেড়টার দিকে আরও একটি ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়। কর্মকর্তারা বলেছেন যে এটি ‘আফটারশক’ ছিল না। তুরস্কের সাম্প্রতিক এই ভূমিকম্পের ঘটনাকে কেন্দ্র করে তুরস্কের এক দোকানে ভূমিকম্পকালীন সময়ের অবস্থার দৃশ্য দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম ‘Hurriyet’ এর টুইটার অ্যাকাউন্টে ২০২০ সালের ৩১ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। 

Screenshot source: Twitter

টুইট পোস্টের ক্যাপশনে লেখা ছিল, “ইজমিরে ৬.৬ মাত্রার ভূমিকম্পে কর্মক্ষেত্রে কর্মীরা যে আতঙ্ক অনুভব করেছিলেন তা ক্যামেরায় প্রতিফলিত হয়েছিল।”

এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, ২০২০ সালের ৩০ অক্টোবর বিকেলে এজিয়ান সাগর থেকে তুরস্ক ও গ্রিসে আঘাত হানে শক্তিশালী এক ভূমিকম্প। 

পরবর্তীতে সেসময়ে (৩১ অক্টোবর, ২০২০) ইরানের সংবাদমাধ্যম ‘Mehr News Agency’ এর ওয়েবসাইটেও ভিডিওটি পাওয়া যায়। উক্ত সংবাদমাধ্যমেও ভিডিওটিকে তুরস্কের ইজমির প্রদেশের ভূমিকম্পের ফুটেজ বলে উল্লেখ করা হয়েছে।

Screenshot source: Mehr News Agency

অর্থাৎ, সাম্প্রতিক সময়ে তুরস্কের ভূমিকম্পের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি দুই বছরেরও বেশি সময়ের পুরনো।

Image collage: Rumor Scanner

মূলত, ২০২০ সালের ৩০ অক্টোবর এজিয়ান সাগর থেকে তুরস্ক ও গ্রিসে আঘাত হানে শক্তিশালী এক ভূমিকম্প। উক্ত ভূমিকম্পের সময় একটি দোকানের সিসি ক্যামেরা ধারণকৃত দোকানের সেসময়ের অবস্থার ভিডিওকে সাম্প্রতিক সময়ে (৬ ফেব্রুয়ারি) তুরস্কের ভূমিকম্পের দৃশ্য দাবি করে প্রচার করা হচ্ছে। 

প্রসঙ্গত, পূর্বেও পুরোনো ঘটনার ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করার ঘটনায় ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। 

সুতরাং, ২০২০ সালে তুরস্ক ও গ্রিসে ভূমিকম্পের একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে তুরস্কের ভূমিকম্পের দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img