সম্প্রতি, ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি বাংলাদেশের এক হিন্দু চিকিৎসকের ফার্মেসি ভাঙচুর ও লুটপাটের ঘটনার। এই ঘটনার ভিডিওর ক্যাপশনে বাংলাদেশের হিন্দুদের বাঁচানো সংক্রান্ত হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হিন্দু চিকিৎসকের ফার্মেসি ভাঙচুর ও লুটপাটের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোনো সাম্প্রদায়িক কারণে সংঘটিত হামলার নয় বরং, গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে রাজনৈতিক হামলার ভিডিও এটি।
বিষয়টি নিয়ে অনুসন্ধানে গত ০৭ আগস্ট সনাতন টিভি নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়।
Video Comparison by Rumor Scanner
ভিডিওতে উল্লিখিত তথ্য থেকে জানা যায়, সে সময় আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে রাজনৈতিক হামলার ঘটনার দৃশ্য এটি। উক্ত ভিডিওটিতে থাকা ব্যক্তির নাম ডাক্তার পরেশ চন্দ্র দাশ। ঘটনার স্থান সিলেট জেলা বিশ্বনাথ উপজেলা ০৪ নং রামপাশা ইউনিয়ন বৈরাগী বাজার।
পরবর্তী অনুসন্ধানে ‘জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম’ ও ‘সনাতনী মিডিয়া ফটিকছড়ি’ সহ একাধিক ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে গত ০৭ আগস্ট আলোচিত ভিডিওটি নিয়ে প্রকাশিত একাধিক পোস্ট (১, ২) খুঁজে পাওয়া যায়।
Video Collage by Rumor Scanner
উক্ত পোস্টগুলো থেকেও উক্ত ভিডিওটির ঘটনা ও স্থান সম্পর্কে একই তথ্য জানা যায়।
এছাড়াও, বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে গত ১৪ অক্টোবর একই ঘটনার ভিডিও পোস্ট করে দাবি করা হয়, গত ০৫ আগস্ট বিএনপির সন্ত্রাসীরা স্লোগান দিতে দিতে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পার্থ দাস পাপ্পুর পরেশ চন্দ্র দাসের প্রতিষ্ঠিত ফার্মেসি জয়শ্রী মেডিকেল হল পরিকল্পিতভাবে ভাঙচুর ও লুটপাট করে ধ্বংস করে দেয়। এ সময় সন্ত্রাসীরা নগদ অর্থ ও ফার্নিচারসহ আর্থিক প্রায় ২০ থেকে পঁচিশ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে।
অর্থাৎ, পরেশ চন্দ্র দাসের ছেলে পার্থ দাস পাপ্পু ছাত্রলীগের উক্ত উপজেলার সাবেক সভাপতি বিধায় ধর্মীয় কারণে নয় বরং রাজনৈতিক কারণে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রতীয়মান হয়।
সুতরাং, গত আগস্টে রাজনৈতিক কারণে এক হিন্দু চিকিৎসকের ফার্মেসি ভাঙচুর ও লুটপাটের ভিডিওকে সাম্প্রতিক সময়ের সাম্প্রদায়িক হামলা দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র