গত ৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের সূত্রপাত ঘটে। এর প্রেক্ষিতে, আগুন নেভানোর কাজে ব্যবহৃত উড়োজাহাজের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘বিমান, হেলিকপ্টার দিয়ে শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। জ্বলছে ক্যালিফোর্নিয়া। আমি এমন ধ্বংস আর কখনো দেখিনি।’

উক্ত দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে প্রদর্শিত দৃশ্যগুলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ৭ জানুয়ারির দাবানল নেভানোর নয়। বরং পূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে আগুন নেভানোর কাজে ব্যবহৃত বিমানের দৃশ্যকে লস অ্যাঞ্জেলেসের বর্তমান পরিস্থিতি হিসেবে দাবি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ২০২৪ সালের ৬ ডিসেম্বর ‘cole_euken’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর প্রথম ১০ সেকেন্ড থেকে ১ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত দৃশ্যের সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওর বিবরণে উল্লেখ করা হয়েছে, এটি ২০২৪ সালে বিভিন্ন স্থানে আগুন নেভানোর কাজে ব্যবহৃত ট্যাঙ্কার বিমানের দৃশ্য।

ভিডিওর ১ মিনিট ৫ সেকেন্ড থেকে শেষ পর্যন্ত থাকা উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার দৃশ্যটি চিলির তালকা শহরের। ২০২৪ সালের ১৬ জানুয়ারি আল জাজিরার একটি ভিডিও প্রতিবেদনে “Plane Crashes onto Highway in Chile” শিরোনামে একই ভিডিও পাওয়া যায়। এই ঘটনায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলট নিহত ও চারজন আহত হন।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইলের একটি প্রতিবেদনেও একই তথ্যসম্বলিত ভিডিও পাওয়া যায়।
এছাড়াও সে সময় বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।
সুতরাং, দাবানলে আগুন নেভানোর একটি ভিডিওকে সাম্প্রদায়িক লস অ্যাঞ্জেলেসের ঘটনা বলে দাবি করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Cole Euken: Instagram Post
- Al Jazeera Youtube channel: Plane Crashes onto Highway in Chile
- The Daily Mail: Horrifying moment firefighter plane explodes after hitting an overhead cable, killing the pilot, while tackling a blaze in Chile