সম্প্রতি, “যুক্তরাষ্ট্র প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ছবি সম্বলিত মুদ্রা প্রচলন করেছেন” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবিটি ড. ইউনূসের ছবি যুক্ত সোনালি রঙের একটি মুদ্রার ন্যায় একটি বস্তুর ছবিসহ প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র ড. মুহাম্মদ ইউনূসের ছবি সম্বলিত মুদ্রা প্রচলন করেনি বরং মার্কিন কংগ্রেস কর্তৃক ড. মুহাম্মদ ইউনূসকে প্রদানকৃত ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’ নকল করে তৈরি ব্রোঞ্জ মেডেলের একটি ছবি যুক্ত করে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।
তথ্যটি যাচাইয়ের শুরুতে দাবিটির সাথে যুক্ত ছবিটি যাচাই করি আমরা। এক্ষেত্রে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, যুক্তরাষ্ট্রের মুদ্রা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনাইটেড স্টেটস মিন্ট (United States Mint) এর ওয়েবসাইটে হুবহু একই ছবি খুঁজে পাই।
উক্ত সূত্র থেকে জানা যায়, বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখায় মার্কিন কংগ্রেস কর্তৃক শান্তিতে নোবেলজয়ী, বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’ প্রদান করেন। ২০১০ সালের ০৫ অক্টোবর মার্কিন কংগ্রেস এই পদকটির অনুমোদন দেয় এবং ২০১৩ সালের ১৭ এপ্রিল ড. মুহাম্মদ ইউনূসকে এই মেডেল প্রদান করা হয়।
ইউনাইটেড স্টেটস মিন্টের বিস্তারিত তথ্য থেকে আরও জানা যায় প্রচারিত ছবিটি একটি ব্রোঞ্জ পদক যা কংগ্রেসনাল গোল্ড মেডেলের নকল করে তৈরি করা হয়েছে।
এই নকল ব্রোঞ্জ পদকটি কেন তৈরি করা হয় সে প্রশ্নের উত্তর পাওয়া যায় আমেরিকান বিজ্ঞানীদের সংঘ ফেডারেল অফ আমেরিকান সায়েন্টিস্ট (Federation of American Scientists) এর এক নথি থেকে। কংগ্রেসনাল গোল্ড মেডেল হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এই গোল্ড মেডেলকে নকল করে ব্রোঞ্জ মেডেলটি তৈরি করা হয়। এটি সাধারণত তৈরি করা হয় যেন প্রাপকরা মূল মেডেলটি নিরাপদ স্থানে রাখতে পারেন এবং নকলটি প্রদর্শন বা স্মারক হিসেবে ব্যবহার করতে পারেন। এই নকলগুলি মাঝে মাঝে জাদুঘর, শিক্ষামূলক প্রতিষ্ঠান বা সংগ্রাহকদের কাছে বিক্রির জন্যও তৈরি করা হয়, যেন মূল মেডেলের খরচ সংগ্রহ করা যায়।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সাবেক মার্কিন রাজনীতিবিদ ও ৫৩তম মার্কিন হাউস স্পিকার জন বোনারের ইউটিউব চ্যানেলে ২০১৩ সালের ১৭ এপ্রিল ড. মুহাম্মদ ইউনূসকে ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’ প্রদানের ভিডিও খুঁজে পাই আমরা।
এছাড়া বিস্তারিত অনুসন্ধানে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের ছবি সম্বলিত মুদ্রা প্রচলনের স্বপক্ষে কোনো তথ্য পাইনি আমরা। এই বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও সংবাদ খুঁজে পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের মুদ্রা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনাইটেড স্টেটস মিন্টের ওয়েবসাইটেও এই সংক্রান্ত কোনো তথ্য মিলেনি।
মূলত, বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখায় মার্কিন কংগ্রেস কর্তৃক শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ২০১৩ সালে ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’ প্রদান করা হয়। উক্ত মেডেলের নকল করে তৈরি করা ব্রোঞ্জ মেডেলের একটি ছবি যুক্ত করে ‘মার্কিন যুক্তরাষ্ট্র ড. মুহাম্মদ ইউনূসের ছবি সম্বলিত মুদ্রা প্রচলন করেছেন’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
সুতরাং, মার্কিন যুক্তরাষ্ট্র ড. মুহাম্মদ ইউনূসের ছবি সম্বলিত মুদ্রা প্রচলন করেছে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- United States Mint – Professor Muhammad Yunus Bronze Medal
- Federation of American Scientists – https://sgp.fas.org/crs/misc/IF10934.pdf
- John Boehner on YouTube – Gold Medal Ceremony Honoring Professor Muhammad Yunus